নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ, মানুষের জন্যে।

[email protected],[email protected] স্কাইপঃAkramsBD

আকরাম

সাইকোথেরাপী অন লাইন *****www.psychobd.com

আকরাম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ভূত নাকি ভূতের স্বপ্ন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৭

অনেকদিন পরে শপিং মলে ঘুরছিলাম।
হঠাৎ দেখি আমার এক অতি পরিচিতা, যিনি করোনাতে মারা গেছেন সাম্প্রতিককালে।
তাকে দেখে বুকের মধ্যে হৃদপিন্ডে ঠান্ডা শীতল স্রোত টের পেলাম।
এ কি করে সম্ভব? তিনি তো মারা গেছেন কিছুদিন আগে। তবে কি তার কপি, ভূত বা আত্মা?

একটু শুকিয়ে গেছেন মনে হলো !
আমার দিকে কেমন যেন আড়চোখে তাকালেন।
চোখাচোখি হতেই সরিয়ে নিলেন দৃষ্টি।
তাড়াতাড়ি গিয়ে কাছেই একটি দোকানে ঢুকলেন তিনি। আমি অপেক্ষা করি আড়ালে, কখন বের হবেন সে অপেক্ষায়।
কয়েক মিনিট অপেক্ষার পরে সতর্কভাবে এদিক ওদিক দেখতে দেখতে দোকান থেকে বের হলেন তিনি। আমিও তাকে আড়াল থেকে দেখতে দেখতে ফলো করি।

সুবিধাজনক কাছাকাছি দূরত্বে এসেই ডাক দেই আমি।
ঘুরে তাকালেন আমার দিকে। আমি তাকে সালাম দেই। তিনি সালামের উত্তর না দিয়ে কেমন একটা আমার দিকে শীতল দৃষ্টিতে তাকান।

আমি খপ করে তার বা হাতটা আমার বাম হাতে ধরে ফেলি।
হঠাৎ মনে হলো, আমি এই ঘটনার কথা বললে কেউই আমার কথা বিশ্বাস করবে না।
আমার ডান হাত দিয়ে সাথে সাথে মোবাইলটা জ্যাকেটের বুক পকেট থেকে বের করি তার ছবি তোলার জন্যে।
হঠাৎ দেখি কাছাকাছি দূরত্বে আরেকজন পরিচিতজন স্থির ঠান্ডা চোখে তাকিয়ে আছেন আমাদের দুজনের দিকে।
তিনিও মৃত হয়েছেন বেশ কয়েকবছর আগে। কেমন যেন গা ছম ছম করে উঠা ব্যপার একটা।
দ্রুত মোবাইলের ক্যামেরা অন করি ডান হাত দিয়ে, আর আমার বাম হাত দিয়ে তার বা'হাতটি শক্ত করে ধরা, যেন ছুটে না যেতে পারেন।
ইয়া আল্লাহ, এ কি !
মোবাইলের ডিসপ্লেতে ক্যামেরার ওপাশে তো কিছুই আসছে না, সব সাদা।
শুধু আমার হাত ছাড়া আর কিছুই নাই !
দেখা যাচ্ছে আমার হাত দিয়ে কোন কিছু শক্ত করে ধরা, কিন্তু জায়গাটা ফাঁকা।
এ কি করে সম্ভব ?
আমি ঘামতে থাকি, খেয়াল করি উত্তেজনায় থর থর করে কাঁপছি। সমস্ত শরীর থেকে ঘাম ঝরছে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

সাগর শরীফ বলেছেন: তারপর?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

আকরাম বলেছেন: এর পরের পর্বে আসবে.....

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২০

সাগর শরীফ বলেছেন: টাইটেল বদলেছেন নাকি? প্রথমে নাম তো দেখলাম "স্বপ্ন"।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

আকরাম বলেছেন: হ্যাঁ, ভাই।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্রে! ভুতেরে খপ করি ধরি ফেললেন!!!!!
ভীষম সাহস! তো আপনার ;)

পরের পর্বের অপেক্ষায়

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪

আকরাম বলেছেন: সাথেই থাকুন। ধন্যবাদ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: দেখি পরের পর্বে কি অপেক্ষা করছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

আকরাম বলেছেন: সাথেই থাকুন। ধন্যবাদ।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম পাতায় অনলাইন ব্লগারদের তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে আছেন আপনি। আপনার নামটা প্রথম দেখলাম, আপনার ব্লগলাইফ ১৪ বছর।

আমি কি স্বপ্ন দেখছি? নাকি ভূত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.