নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোটা পৃথিবীটা আমার স্বদেশ

ভালবাসি পৃথিবীটাকে, ভালবাসি পৃথিবীর সব কিছুকে

ব্যর্থ মানুষ

নির্দিষ্ট কোন মতবাদে বিশ্বাসী নই, না বাম না ডান।

ব্যর্থ মানুষ › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ ( এবার শীতের ছুটিতে তোলা আমার কিছু ছবি)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ছবি তোলার প্রতি ভাললাগা ছিল ছোটবেলা থেকেই। মাল্টিমিডিয়া ফোন হাতে পাওয়ার পর সেটা শখে পরিণত হয়। মোবাইলটা হাতে পেয়েছিলাম ২০০৮ সালের এইচএসসি পরীক্ষা দেবার পর। সেই থেকে ছবি তোলা শুরু। কিন্তু মোবাইলে খুব একটা ভাল ছবি না আসার কারণে ইদানিং খুব একটা ছবি তোলা হয় না। তবে এবার শীতে বাড়িতে গিয়ে ছবি তোলার শখটা আবার মাথাচাঁড়া দিয়ে ওঠে। কেননা ছোট কাকার একখানা পয়েন্ট এণ্ড স্যুট ক্যামেরা রয়েছে সেটা নিয়ে বেরিয়ে পড়া যায় ইচ্ছামত। তাই এবার শীতের ছুটিতে গিয়ে বেশ কিছু ছবি তুলেছি। কেমন ছবি তুলেছি জানি না, তবে চেষ্টা করেছি ভাল করে তোলার।





আমার পিচ্চি চাচাতো ভাই, চার দিন পর রোদ দেখতে পাওয়ার আনন্দে ছুটোছুটি করছে। ( উল্লেখ্য আমার বাড়ি দিনাজপুরে)







চার দিন পর আকাশে সূর্য মহাশয়ের আগমণ। তাও আবার মুখ ভার করে









ধুতুরা ফুল। গ্রামে অনেকে মাইক ফুল বলে।







মাছ শিকারী মাছরাঙা এবার নিজেই শিকার।





বাশ ঝাড়



ধানের চারা ( স্থানীয় ভাষায় ধানের বিছন)



শিম ফুলে মধুর সন্ধানে ভ্রমর



আরো কয়েকটি ছবি আছে আপলোডের সমস্যার কারণে দিতে পারছি না।

ছবিগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না।











মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: পিচ্চির ছবি বাদ দিয়া অন্য কোন ছবিই দেখা যাচ্ছে না। :(

আর শীতের মধ্যে ন্যাংটা ছবি মোটেও সুখকর নয়।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

আরজু পনি বলেছেন:

শফিউল আলম চৌধূরী বলেছেন: পিচ্চির ছবি বাদ দিয়া অন্য কোন ছবিই দেখা যাচ্ছে না। :(

আর শীতের মধ্যে ন্যাংটা ছবি মোটেও সুখকর নয়।


/:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.