![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ভালো মানুষ বলে নিজেকে দাবী করি না। কিন্তু নীতি -নৈতিকতার প্রশ্নে কোন ফাঁকফোকর রাখা পছন্দ করি না। এর অন্যতম কারণ হতে পারে বাবা একজন নীতিবান স্কুল শিক্ষক। ছোট্টবেলা থেকে আামাকে এ সব শিখিয়ে বড় করে তুলেছেন। তাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নীতি-নৈতিকতাগুলোকে সামনে রেখেই সিদ্ধান্ত নেই। বিশেষ করে যেক্ষেত্রে অন্য মানুষের স্বার্থ জড়িত থাকে।
এবার আসল কথায় আসি। গত বছর এক সহপাঠিনীর প্রেমে পড়েছিলাম। কারণ সেই মেয়ের সাথে আচারে ব্যবহারে বেশ মিল আছে আমার ( তবে পুরোটা না)। সে নিয়ে ছোট্ট একটা পোষ্টও দিছিলাম।প্রেম নামক ঝামেলাই আছি, একটু পরামর্শ দিন।
অনেকেই অনেক পরামর্শ দিয়েছিলেন, সেজন্য তাদের নিকট কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। সেই সাথে এও জানাচ্ছি সেই মিশন আমার সফল হয় নাই।
কিন্তু অতীব দুঃখের সাথে লক্ষ করলাম। সেই মেয়ে আমার সাথে আগের মত ব্যবহার করে না। আমার অনুভূতি জানার পর সে আমাকে কিছু বিষয়ে এড়িয়ে চলে। সবার সামেন সে আমাকে ততটা পাত্তা দেয় না, অনেক সময় অপমানজনক কথাবার্তা বলে থাকে। কিন্তু ফোনে কথা বলে বোঝাতে চাই সে আমাকে অনেক আপন বন্ধু মনে করে। অনেক কিছুই শেয়ার করে।
মাঝে মাঝে ইচ্ছা করে তার সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেই। কিন্তু মনের কোণে এখনো তার জন্য অনেক জায়গা। তাই তার কষ্ট হবে ভেবে, আমার প্রতি তার অবহেলা সত্বেও তার পাশে দাড়াই সবসময়।
বিঃদ্রঃ = আমি ক্লাসের সেরা ছাত্র নই। কিন্তু পরীক্ষার সময়ে অনেকের শেষ আশ্রয়স্থল আমি। সেই সূত্রেই তার সাথে পরিচয়।
কষ্ট করে যখন পড়লেন, মন্তব্য দিলে বাধিত হই।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
ব্যর্থ মানুষ বলেছেন: দূরে সরে যাওয়াতে কাজ হয়েছিল ভাই। ও নিজে থেকেই যোগাযোগ করতো, ইমোশনাল আচরণ করতো তাই বাধ্য হয়ে দূরে সরে যায়নি।
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩
রোলেন বলেছেন: Ovabe jodi sovab nosto hoi?
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: একটু দুরে দুরে থাকেন। আপনার অভাবটা বুঝতে দেন।