নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোটা পৃথিবীটা আমার স্বদেশ

ভালবাসি পৃথিবীটাকে, ভালবাসি পৃথিবীর সব কিছুকে

ব্যর্থ মানুষ

নির্দিষ্ট কোন মতবাদে বিশ্বাসী নই, না বাম না ডান।

ব্যর্থ মানুষ › বিস্তারিত পোস্টঃ

ক্যানন প্রিন্টারের রিফিল কিভাবে করবো???

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

ক্যানন প্রিন্টারের কার্টিজ রিফিল করতে চাই কিন্তু বিস্তারিত জানিনা। কিভাবে রিফিল করা যায়, রিফিলের কালি কোথায় পাব জানালে উপকৃত হই। অভিজ্ঞরা একটু কষ্ট করে জানান

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

কালো স্বপ্ন বলেছেন: আমি ক্যাননের পিক্সমা এমপি ২৭৬ ব্যাবহার করি।দুটি কার্টিজের একটিতে তিনটি কালার এবং অন্যটিতে কালো কালি থাকে।আমি নরমাল প্রিন্টারের কালি ব্যাবহার করি।প্রিন্টার কার্টিজের উপরে একটি স্টিকার থাকে।ওই স্টিকার তুলে ফেললে রিফিল করার ছিদ্রি পাবেন(কালারে তিনটি ও কালোতে একটি)।এই ছিদ্র দিয়ে সুই যুক্ত সিরিঞ্জের সাহায্যে কালি রিফিল করতে পারেন।আর কালি নীলক্ষেত,আইডিবি,মাল্টিপ্ল্যান পাবেন।দাম প্রতিটি ৬০-৮০ টাকা নিবে।আমি এই পদ্ধতিতে গত দুই বছর রিফিল করছি।প্রিন্টারে এখনো কোন সমস্যা হয়নি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

ব্যর্থ মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ড্রাম করা প্রিন্টারের কালি আর আপনার কলি কী এক??
দোকানে গেলে আবার কার্টিজ আর ড্রামের কালি আলাদা দেখায়।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

কালো স্বপ্ন বলেছেন: একই কালি।ওই একই কালি আপনি ড্রাম বা সরাসরি কার্টিজে রিফিল করা যায়।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৮

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

সাদা রং- বলেছেন: ফকিরাপুলে, নীলক্ষেত গিয়ে যোগাযোগ করেন।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১:০৭

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৬

মিজভী বাপ্পা বলেছেন: এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে গিয়েও দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.