নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোটা পৃথিবীটা আমার স্বদেশ

ভালবাসি পৃথিবীটাকে, ভালবাসি পৃথিবীর সব কিছুকে

ব্যর্থ মানুষ

নির্দিষ্ট কোন মতবাদে বিশ্বাসী নই, না বাম না ডান।

ব্যর্থ মানুষ › বিস্তারিত পোস্টঃ

একটা মেয়েকে ভুলতে চাই, কী করা যায়???

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৭

একটা মেয়েকে ভালবাসতাম। অন্ধের মত। সত্য কথা বলতে এক পাক্ষিক ভালোবাসা। মেয়েটা সব সময়েই তার অসম্মতির কথা জানিয়ে এসেছে। কিন্তু আমি চেষ্টায় ছিলাম। গত এক বছরের বেশি সময় প্রত্যাশায় ছিলাম এই হয়তো আমার সৌভাগের দুয়ার খুলবে মেয়ে হ্যা বলবে। কিন্তু লাভ হয় নাই, মেয়ে কালকে যেভাবে কথা বলল, তাতে বোঝা গেল। তাকে ভোলা ছাড়া কোন উপায় নাই। কিন্তু যতই ভোলার চেষ্টা করতাছি ততই কষ্ট পাচ্ছি ২৪ বছরের মধ্যে এ রকম মন কষ্ট খুব কম পেয়েছি। গত এক বছরে বহু রাত না ঘুমিয়ে কিংবা ছটপট করে পার করেছি। সেই মেয়ে সব জানে কিন্তু তার কোন ভাবন্তর হয় না।

পুনশ্চ: মেয়ে আমার খুব ভাল বান্ধবী। বর্তমান দুরবস্থার মধ্যেও নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু বন্ধুত্বের সবটুকু পায় না, তাকে ভালবাসার অপরাধে।



সময় থাকলে নিচের পোষ্টটা পড়তে পারেন ব্যাক গ্রাউন্ডটা ভাল মত জানতে পারবেন।

Click This Link

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

মোমেরমানুষ৭১ বলেছেন: রাজনীতীবিদদের মুখের কথা আর মাইয়্যাদের মন বুঝা বড়ই কঠিন জিনিস। সেইম কেসে আমিও পরেছি ভাতা। যদি তার সাথে রিলেশন করা সন্ভব নাই হয় তবে যা করতে পারেন, তার সাথে যোগাযোগ সম্পূর্নরুপে বিচ্ছিন্ন করে ফেলেন, তাকে পুরোপুরি ভুলার চেষ্টা করেন, পারলে সান্তনার জন্য আরেক মেয়ের সাথে কথা বলতে পারেন। একা থাকলেই তার কথা মনে হতে পারে, তাই বন্ধুদের সাথে সময় বেশি দেন, বিভিন্ন ব্যস্তটায় জড়িয়ে পরেন, আরেকটি কাজ করতে পারেন...। যখনই তার কথা মনে হবে তখন তার নেগেটিভ সাইট গুলো মনে করার চেষ্টা করুন, মনে ঘৃনাও সৃষ্টি করতে পারেন। আমি আমার এক ঘনিষ্ঠ আত্বীয়া মেয়ের প্রেমে পরে ছিলাম। মানে এক পাক্ষিক ভালবাসা। তারপর তাকে ভুলে যাওয়ার জন্য এ সবই আমি করছি.....

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৭

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ। ভাই খুব সুন্দর করে কথাগুলো লেখার জন্য। খুব ভাল লাগল।
তবে ওর খারাপ গুণ আছে তবে ভাল গুণ বেশি তাই তাকে ভাল মেয়ে হিসেবেই ভুলে যেতে চাই।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

মনে নাই বলেছেন: এইসব ভুলা-টুলার চিন্তা বাদ দেন, আপনার ক্লাসমেট প্লাস বান্ধবীকে ভুলে যাবার কোন রাস্তা নেই। আপাততঃ পাশ করে জব পাওয়ার আগ পর্যন্ত এখনকার রিলেশনটাই কন্টিনিউ করে যান। ফল খারাপ হবে না।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। আগের পোস্টেও মন্তব্য করেছিলেন এক বছরের বেশি সময় আগে।

ফলাফল কি হবে সে বিষয়ে সে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, সমস্যা অন্য কোথাও না।"সমস্যা হল, আমি চাই না"
এর কথার উপর আর কোন কথা নাই। আগে বলত পরিবার সমস্যা করবে এটা করবে সেটা করবে।......কসফিউজড

৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কাজটা কঠিন, তবে এই একটাই উপায়-
ভুলতে চাইলে ভোলার চেষ্টা ছেড়ে দেন।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২২

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

আদার ব্যাপারি বলেছেন: এই ব্যাপারে ১ নাম্বার কমেন্টের উপ্রে কোন কমেন্ট নাইক্কা।

৫| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

লজিক মানুষ বলেছেন: জটিল সমস্যা। ২বারের গভির অভিজ্ঞতা থেকে বলছি, ভুলে যাওয়া সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হলো এই কষ্টকে মিলিয়ে দেওয়া। আপনার অন্য মেয়ে বন্ধু থাকলে ভালো। তাদের সাথে মিশেন। দেখবেন একদম হালকা লাগছে। জাস্ট কয়েকটা দিন কাটান। আপনর সব কষ্ট পানি হয়ে যাবে। একটা জিনিশ মাথায় রাখেন যে মেয়ে মানুষ গুলা এমন কিছু দিয়ে তৈরী যে তাদের কাছে একটা অদৃশ্য শক্তি আছে ছেলেদের মনের কষ্ট পানিতে পরিনত করার।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

ব্যর্থ মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনার কথাগুলো খুব ভাল লাগল।

৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪

বিডি আমিনুর বলেছেন: চণ্ডিদাস কে ফলো করেন ।

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৮

ব্যর্থ মানুষ বলেছেন: রজকিনী আর চন্ডিদাস

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২

ব্ল্যাক নাইট বলেছেন: কি যে বলেন ভাই! সামান্য একটা মেয়েকে ভোলা কোনো ব্যাপারই না। হাতে সময় থাকলে একটু কষ্ট করে সন্ধ্যার ছবির হাটে চইলা আইসেন। ১০০% গ্যারান্টি আপনি ঐ মাইয়াকে ভুলতে বাধ্য!!!

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২০

ব্যর্থ মানুষ বলেছেন: ছবির হাটের বিষয়টা একটু বিস্তারিত বললে ভাল হত

৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

পাতা ঝরার দিনে বলেছেন: এক সপ্তাহ মেয়েটির সাথে সবরকম যোগাযোগ বন্ধ রাখুন, ফোন রিসিভ করা যাবে না। এক সপ্তাহে অনেক কিছু হবে। আপনাকে আমি সেটা পরে জানাব। যদি ক্লাসে দেখা হয় এড়িয়ে যাবেন অথবা শেষ সময়ে ক্লাসে যাবেন, যেন কথা বলা না যায়। :)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৫

ব্যর্থ মানুষ বলেছেন: এখনই জানান ভাই। যোগাযোগ বন্ধ রাখলে সে ঝা
মেলায় পড়ে যাবে। ঝামেলায় ফেলতে ইচ্ছা করছে না

৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৫

খাটাস বলেছেন: জীবনের লক্ষ্য ক্ষণে ক্ষণে বদলায়। যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে নিয়ে আশা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনার ভবিষ্যৎ ছিল মেয়েটাকে ঘিরে। লক্ষ্য পরিবর্তন করে, একই ভবিষ্যৎ মেয়েটাকে বাদ দিয়ে শুধু নিজে কে নিয়ে ঠিক করুন। প্রথম প্রথম মন সায় দিবে না। মন রে লাথি দিয়ে বার বার চেষ্টা করেন। কিছুদিন পর এখনকার আবেগ ফাউল মনে হবে।
হতাশ মানুষ দেখতে আমার ভাল লাগে না, তাই কথা কিছু টা কড়া হয়ে গেল। মাফ করবেন। শুভ কামনা।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২১

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই,
আপনার কথাগুলো খুব বাস্তবঘনিষ্ঠ।

১০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৭

জীনের বাদশা বলেছেন: ভাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে মেয়েটাকে ভুলে যাওয়াই আপনার জন্য ভাল হবে। ঝুলে থাকলে শুধু শুধু কষ্ট পাবেন। ;) ;) ;)

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৯

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ, সে চেষ্টাই করছি।

১১| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

নতুন বলেছেন: একটা কাগজে ঐ মেয়ের নাম দিয়া লিখেন...

আমি *** কে ভালবাসিনা...

কয়েকশ বার লিখুন আর কাটুন.... শেষ হলে কাগজটা টুকরা টুকরা কইরা ছিড়ে বাতাশে উড়াইয়া দেন....

তার পরে ... ভাল লাগবে...

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১

ব্যর্থ মানুষ বলেছেন: হাঁচা কইতাছেন তো।

১২| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

রিয়াজ৩৬ বলেছেন: প্রেম ভাই ঝামেলার জিনিস। আগে বুঝি নাই। সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কর্মকান্ডে অংশ নিন (শিক্ষাপ্রতিষ্ঠান বা নিজ এলাকায়), বেশি বেশি বই পড়ুন, রেমান্টিক মুভি নাটক এড়িয়ে চলুন। বন্ধুদের সাথে সময় কাটান বেশি।

মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৮

ব্যর্থ মানুষ বলেছেন: ন্যবাদ

১৩| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

টাইম কম বলেছেন: আরেকটা বিষয় উঠতে বসতে আমাকে তার প্রয়োজন হয় [/sb

একটা কথা মনে রাখবেন মেয়ে রা কিন্তু সারথপর ...........।

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০০

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

দি সুফি বলেছেন: এতো আবেগী হইলে চলে! একটা মেয়েরে ভুলতে পারবেন না, এইটা একটা কথা!
একাকী সময় কাটানো থেকে বিরত থাকুন, রোমান্টিক নাটক/মুভি/উপন্যাস থেকেও দূরে থাকুন। বন্ধু-বান্ধবের সাথে সময় কাটান, কাজের ভিতর থাকুন, একন্তই কিছউ করার না থাকলে ১ ঘন্টা পার্কে দৌড়ে আসুন।
একটা কথা মনে রাখবেন, জীবনটা আপনার, আপনি যেমন চালাবেন, সে তেমনভাবেই চলবে!

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

ব্যর্থ মানুষ বলেছেন: ধন্যবাদ

১৫| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

নতুন বলেছেন: লেখক বলেছেন: হাঁচা কইতাছেন তো


ট্রাই কইরা দেখেন... কাজ হবে...

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

ব্যর্থ মানুষ বলেছেন: লিখব তবে কিগজাখানা ছিড়ব না, একটা সিগারেট ধরাবো ঐ কাগজ দিয়েই।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

নতুন বলেছেন: খারাপ কিছু চিন্তা করার দরকার নাই....

সে আপনার বন্ধু... আর বন্ধুত্বের সম্পক চিরদিনের জন্য....আজীবনের

সে আপনার সাথে অন্য সম্প`কে না গেলে তাকে আপনি কম ভালবাসবেন????

সে আপনার বন্ধু.... সেই সম্পক`কে আজীবন সন্মান করবেন....

২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

ব্যর্থ মানুষ বলেছেন: না ভাই তাকে নিয়ে খারাপ চিন্তা করার ক্ষমতা আমার নাই। সে অসম্ভব ভাল একটা মেয়ে। তার সাথে ভাল সম্পর্কটা বজায় রেখেই তাকে ভুলতে চাই, আস্তে আস্তে তার থেকে দূরে সরে যেতে চায়। কারন আমাকে তাকে ছাড়াই সুখী হতে হবে, সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে


অনেক ভাল লাগছে আপনাদের রেসপন্স পেয়ে।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২

নতুন বলেছেন: ব্লগে সবাই বন্ধুর মতন.... একে অপরের পাশে একটু দাড়াবে এটাই তো সাভাবিক...

ভাল থাকবেন... :)

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪

ব্যর্থ মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯

পরোবাশি২০১৩ বলেছেন: I met someone in 1966. ove at first sight. Still I have contact with her. We just care for each other now,Still cannot forget. It is impossible, Just take it easy.

২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

ব্যর্থ মানুষ বলেছেন: Thanks s lot for sharing your experience

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.