![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কয়েক মাস ধরে ক্যানন আইপি ২৭৭২ প্রিন্টারে কালো কারি ভরে চালাচ্চিলাম। কোন সমস্যা হয় নাই। কিন্তু গতকাল কালার কালি রিফিল করে ঝামেলায় পড়েছি। রঙিন কালি উল্টাপাল্টা হয়ে আসে.... প্যাটার্ন উল্পাপাল্টা। কালি ঢুকানোর সময় চেক করেই আলাদা আলাদা কালির জায়গায় আলাদা আলাদা কালি ভরেছি। কিন্তু তারপরেও কালির প্যাটার্ন ঠিক ছিল না।
তাই হাত দিযে ঝাকাই এর পর হেড দিয়ে অনেকখানি কালি পড়েছে। তার পর যখন হেড দিয়ে কালি পড়া বন্ধ হয় তখন ঢুকিয়ে দেখি কালাল উল্টাপাল্টা আসছে।
উল্লেখ: কালার প্রিন্টারটির হেডে টিস্যু ঘসলে হলুদ-লাল-নীলচে সবুজ এই রকম প্যাটার্ন আসছে
নীল আকাশ আর সাদা মেঘের ছবিটা এসেছে এ রকম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটা এসছে নিচের মত
যারা রিফিল করে প্রিন্টার ব্যবহার করেন প্লিজ সাহায্য করেন।
©somewhere in net ltd.