নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোটা পৃথিবীটা আমার স্বদেশ

ভালবাসি পৃথিবীটাকে, ভালবাসি পৃথিবীর সব কিছুকে

ব্যর্থ মানুষ

নির্দিষ্ট কোন মতবাদে বিশ্বাসী নই, না বাম না ডান।

ব্যর্থ মানুষ › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া জানতে চাই

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

খুব সাধ হয়েছে একখান ভাল মানের এন্ড্রয়েড ফোন কেনার ভাবছি সিম্ফোনি কিংবা, ওয়ালটান কিংবা হুয়াওয়ের ২০ হাজার টাকার আশেপাশের ফোনগুলোর মধ্যে একটা কিনবো। কিন্তু সমস্যা হচ্ছে হাতে এতগুলো টাকা নাই। তাই ভাবছি ক্রেডিট কার্ড দিয়ে কিনবো।

তাই অভিজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছি, এ বিষয়ে পরামর্শের জন্য। প্রক্রিয়াটা কেমন, কার্ডের সুবিধা-অসুবিধা, কিভাবে ঝুকি এড়ানো যাই সকল বিষয়ে।

:-)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অদীত বলেছেন: আপনি ওয়াল্টন কিনতে পারবেন না ক্রেডিট কার্ড দিয়ে। ওদের কিস্তি সিস্টেম নাই। হয় নকিয়া নয় তো স্যামসাং কিনতে পারবেন ৬ বা ১২ মাস কিস্তিতে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

ভোরের সূর্য বলেছেন: সিম্ফোনি কিংবা, ওয়ালটান যদি খুব ভাল মানের মোবাইল ফোন হলে আরকিছু বলার নাই। নোকিয়া,স্যামসাং বা সনি তাহলে কেমন ফোন? আপনিতো এদের কথা বললেনই না।

আপনার বাজেট ২০০০০টাকার আশে পাশে হলে অবশ্যই নোকিয়া,স্যামসাং বা সনি কিনবেন তথাকথিত চাইনিজ ফোন না কিনে।

ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে ফোন কিনতে গেলে যেসব দোকানে বা ফোনের শোরুমে কিস্তিতে কেনার অফার আছে সেখানে আপনার ক্রেডিট কার্ড থেকে ২০০০০হাজার টাকা কেটে নিবে আর আপনাকে ৬থেকে ১২মাসের কিস্তিতে পেমেনট করতে হবে যেমন প্রতিমাসে ৪০০০টাকা হলে ৫মাসে এই টাকা ক্রেডিট কার্ডে শোধ করতে হবে তবে সুদ দিতে হবেনা। সাধারণত American express,Standard Charters,Brac Bank এর ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে কেনার সুবিধা পাওয়া যায়।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

নতুন বলেছেন: ক্রেডিট কাড` দিয়ে কিনলে অবশ্য অবশ্যই কিস্তির দিনের আগেই নিদ্ধারিত টাকা পরিশোধ করবেন.,,, না হলে অনেক বেশি দিতে হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.