নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর, আমার নেই কোন ঘর।

দেশের মালিক

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।

দেশের মালিক › বিস্তারিত পোস্টঃ

‘দেশের মালিক’ কে স্টুপিড বললেন অর্থমন্ত্রী

৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার হিদার ক্রুডেনের মধ্যে বৈঠক চলাকালে আকস্মিকভাবে এক পাগল ওই কক্ষে প্রবেশ করেন। রোববার দুপুরে ঘটে এই অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনায় সচিবালয়ে তোলপাড় সৃষ্টি হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চেকশার্ট পরা শ্মশ্রুমণ্ডিত এক ব্যক্তি এলেন অর্থ মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে। সাংবাদিকেরা তখন মন্ত্রীর কক্ষের বাইরে অপেক্ষমাণ। তিনি অর্থমন্ত্রীর কক্ষের দরজার কাছে গেলেন এবং দরজা টেনে সোজা ঢুকে গেলেন কক্ষে। দরজার বাইরে ডানে-বামে উঁকি দিলেন। আবার ভেতরে ঢুকলেন।



এবার দরজা টেনে হাত দিয়ে ইশারা করলেন অর্থমন্ত্রীকে। ভেতরে তখনো কানাডিয়ান হাইকমিশনার কথা বলছেন। বিব্রত সবাই। স্বয়ং অর্থমন্ত্রী উঠে এসে চিৎকার করে বলছেন, ইউ স্টুপিড। গেট লস্ট। একটু বলেই নিজেই আবার দরজা টানলেন।



দাড়িওয়ালা লোকটিও চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তাকে তাৎক্ষণিক আটক করে অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব তানভীর বাশারের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে নিয়ে যায়।



নিরাপত্তাকর্মীরা জানান,এই ব্যক্তি কীভাবে সচিবালয়ে প্রবেশ করেন তা জানা যায়নি। তার কাছে কোনো পাসও ছিল না। জিজ্ঞাসাবাদে লোকটি বলেন, আমি দেশের মালিক। আমি সাধারণ কেউ না। আপনি কেন অসাধারণ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লোকটির উত্তর আমি দেশের মালিক। আমি কেন অসাধারণ হব না।





আপনি কীভাবে এলেন এখানে। বললেন, পাস লাগেনি। আমি মন্ত্রীর কাছে এসেছি মেশিন নিতে। দেশের মালিকের মেশিনটি অর্থমন্ত্রীর কাছে। সেটি নিতে এসেছি। বাড়ি জানতে চাইলে একেকবার একেক কথা জানান তিনি। বাড়ি- কখনো বলেন কিশোরগঞ্জ, কখনো কুমিল্লা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.