নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর, আমার নেই কোন ঘর।

দেশের মালিক

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।

দেশের মালিক › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম ২০১৪: নতুন বছর নতুন ভাবে শুরু হোক

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

বিদায়-২০১৩। শুরু হলো নতুন আরেকটি বছর-২০১৪। মানুষ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্বব্যাপী। ২০১৪ নতুন বছরটি এমন সময় আমাদের সামনে আসল যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল।





দশম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রধান দুই জোটের মধ্যে আজো কোনো সমঝোতা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনমনে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।





বরাবরের মত নতুন বছরের প্রথম দিনটিও শুরু হল বিরোধী জোটের অবরোধের মধ্যদিয়ে। যেখানে নতুন বছরটি শুরু হওয়ার কথা ছিল উৎসব মুখর পরিবেশ দিয়ে, সবাই পুরোনো দিনের সব ব্যার্থতা, গ্লানি মুছে নতুন করে সামনে এগিয়ে যাবার প্রত্যয় নিয়ে দিনটি শুরু করার কথা ছিল।





কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌছে গেছে যে মানুষ নতুন বছরটিও শুরু করছে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে। ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ কর্ম। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। নতুন সকালে ঘুম থেকে উঠেই শুনতে হলো দেশের বিভিন্নস্থানে জ্বালাও পোড়াও এর খবর। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিরোধী দলের কর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া কিংবা গ্রেফতারের খবর।





এসব খবর শুনতে শুনতে আমাদের মন বিষিয়ে উঠেছে। মানুষ নতুন কিছু চায়, দেশে শান্তি চায়। তাই এবারের নব বর্ষের আনন্দটা না হয় উৎসর্গ করলাম সেই নষ্ট রাজনীতিকদেরকেই। তবুও যেন একটু শান্তি আসে, তারা যেন ক্ষ্যান্ত দেয়। একটু জিড়িয়ে নেয় দমন পিড়ন থেকে। এই ফাঁকে আমরাও একটু স্বস্তির নি:শ্বাস নেই।





যাই হোক সব হতাশার মাঝেও আশার আলো হচ্ছে দেশের জনগন। তারা কিন্তু দেশে শান্তি চায়, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। শত বাধা বিপত্তি পেড়িয়েও তারা এগিয়ে যাবার ক্ষমতা রাখে। উন্নয়নের স্বপ্ন দেখে।





নতুন বছরে সবার কাছে প্রত্যাশা, আসুন পুরনো বছরের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ভুলে গিয়ে নতুন বছরে নিজেকে নতুন করে গড়ে তুলি।





আমরা সবাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাই,

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,

অগ্নিস্নানে সূচি হোক ধরা।



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.