![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা পোষ্টের নাম দেখেই ইতিমধ্যেই নাকে গন্ধ পাচ্ছেন , ওয়াক থু ছিঃ ছিঃ করছেন, তার পরেও পড়বেন। কারন আপনিও হাগু করেন। কয়েকদিন আগে ব্লগে একটা পোষ্ট দেখছিলাম, এক লোক তার অফিসে যারা টয়লেট করে পানি ঢালেনা তাদের নাম ব্লগে দিয়ে দিছেন। উনি নাম দিয়েই শুধু ক্ষান্ত হননি, উনি এরপর পানি ঢালেনা এই কথা বলে এক মেয়ের ছবিও ব্লগে দিয়ে দিলেন, উনি আহাম্মক না ইডিয়ট আমি সন্দিহান। তুমি পারলে তারে সামনা সামনি যাইয়া বলোগা তুমি তার ছবি ব্লগে কেন দিবা?? যাই হোক ক্যাচাল করতে এই পোষ্ট দেইনাই। কেন এই হাগু মার্কা পোষ্ট দিলাম তা এইবার কই। আমি ভার্সিটিতে উইঠা হলে থাকা শুরু করলাম, এর আগে বাসাতেই থাকতাম। হলে উইঠা দেখলাম, হাইগা মানুষ পানি ঢালেনা এমন মানুষও আছে। সকাল বেলা ঘুম থেইকা উইঠা টয়লেটে যাওয়ার আগে ভয়ে দুয়া দুরুদ পড়তে পড়তে যাওয়া লাগে। কারন টয়লেট যাইয়া কি সিন দেখা লাগবে তা আল্লাহ মালুম। ঘুম থেইকা উইঠা গজবের সিন দেখলে সারাটা দিন পেইন যায় রে ভাই। খালি হল বললে ভুল হইবে, বাসা বাড়ি ছাড়া বাকি সব খানের টয়লেটই মানুষ যত্ন নিয়া ব্যবহার করেনা। পানি ঢালার ব্যাপারে এতো কিপটামি কেনো রে ভাই??? বাসা বাড়িতে তুমি পাতিলে হাইগা সারা ঘর ছিটাওগা নো প্রবলেম, কিন্ত যেখানে অনেক মানুষ ব্যবহার করে সেখানে পানি ঢালাটা খুবই জরুরি। অনেকে পানি ঢালে, কিন্ত কাজে লাগেনা। মানে জিনিষ পাতি থাইকাই যায় কমোডে। তুমি কি ফ্যাভিকল মাখাইয়া ভাত খাও?? যে তোমার হাগু কমোড থেকে নড়েনা। পানি ঢালারও কিছু সিষ্টেম আছে, আমি আইজকা পানি ঢালার সিষ্টেমের উপরেই জোর দিমু ইনশাল্লাহ। আমি পর্যবেক্ষন কইরা দেখছি, অতিরিক্ত তাড়াহুড়ায় যারা থাকে তারাই এই অকামটা বেশি করে, আমাদের হলের টয়লেটে খেয়াল কইরা দেখা গেছে, ৩টা হাগাখানা আছে একটা টয়লেটে। টয়লেটে ঢুকার পরে প্রথম যেটা পরে সেটার উপরেই গজব পরে বেশি। দৌড়ের উপর এরা হাগতে আসে, ঠিকমত পানি না ঢাইলাই দৌড়ের উপর দিয়া এরা ভাগে। যাওয়ার আগে একবার কমোডের দিকে তাকাবেন ভাই প্লিজ। রাস্তার কুকুর বিড়ালও কিন্ত হাগার পর বালি দিয়া ঢাইকা দেয় তাদের গু। তাদের কমোড ব্যবহার শিখালে আমার বিশ্বাস ঠিকমতই পানি ব্যবহার করবে তারা। এখন আমার পোষ্টের সবচেয়ে গুরুত্বপুর্ন জায়গা এসে পড়েছে-----( আমি এখানে হাই কমোড নিয়া আলোচনা করতেছিনা, আমি লো কমোডের উপরি জোড় দিবো, কারন বাসা বাড়ি আর অফিস আদালত ছাড়া সব খানেই লো কমোড আছে। হাই কমোডে ফ্লাস আছে, এরপরেও যারা ফ্লাস করেনা, তাদের কিছু বইলাই লাভ নাই। তাই হাই কমোড বাদ দিলাম।)) ১*** আশা করবো পানি আনলিমিটেড। মানে কল ছাড়লেই পানি পরবো। এখন আপনি বইসাই বিসমিল্লাহ কইরা দিবেননা, এইটা হইলো আসল কথা। কারন কমোড শুখনা থাকলে আপনি বইসাই ছাইড়া দিলে আটকাইয়া যাইবো, এই লক পরে পানি ঢাইলা নাও ছুটতে পারে। তাই আগে কলটা ছাইড়া দেন, পানি বদনা উপচাইয়া পরতে দেন এক মিনিট। ব্যাস, কমোড ইজ রেডি ফর সেফ ল্যান্ডীং বস। এখন দেখবেন অটো চলে যাচ্ছে আপনার বর্জ্য, আপনাকে হাসিমুখে টাটা দিতে দিতে। আপনি যদি আরো দ্রুত এদের বিদায় করতে চান , ফুল স্পীডে পানি প্রবাহ চালু রাখুন। ইনসাল্লাহ উনারা যত কষাই হোক না কেন, তাদের এলাকা ছেরে যেতেই হবে। এইখানে কেউ পানির অপচয় নিয়া কথা বলবেন না প্লিজ। হাত মুখ গোসল নানা কাজে পানি সেভ করেন, তাও হাইগা পানি ঢালার সময় দয়া কইরা পানির অপচয় মাথায়ও আনবেননা। তবে আপনার বর্জ্য কমোডে যদি না থাকে, তবে মোশ্তফার বিজ গুল্লির মত ফাকা ফায়ার করার দরকার নাই। অনেকে পায়খানে শেষ করে পানি ঢালার পর্ব শুরু করে ( আমি কেমনে জানলাম , তাইনা?? আমি কয়েক জনের লগে কথা কইয়া জানছি, ওকে??) আপনার হাগা যতক্ষন কমোডে থাকবে ততখনই গন্ধ ছড়াইয়া চৌদ্দটা বাজাইয়া ফেলে, হাগা কম্পলিট কইরে যতই পানি ঢালেন গন্ধ যাবেনা। আপনার কাজ হবে যত দ্রুত হাগাখানি কমোডের উপর থেকে সরাইয়া ফেলা যায়। দেখবেন আপনি বের হওয়ার সাথে সাথেও কেউ ঢুকলেও তেমন কোনো গন্ধই পাবেনা। সবাই ভাবতেছে এই ব্যাটা কি সারাদিন হাগা নিয়াই চিন্তা করে নাকি , আমি পচিশ বছর ধইরা হাগামুতা করতেছি , খালি হাগার টাইমটাও যদি হাগা নিয়া চিন্তা করি তাও কতো শত শত ঘন্টা চিন্তা করছি ভাইবা দেখেন। আমার প্রথম কথাই হইলো আপনার হাগু দুনিয়ার আলো বাতাসে আসার সাথেই তাকে সেফটি ট্যাংকে পাঠিয়ে দেন, মায়া করে একে কমোডের গায়ে লাগিয়া রাখবেন না পিলিজ। ২** যাদের আনলিমিটেড পানি নাই, আপনারা এক বদনা আগে ঢেলে নিবেন কিছু ছাড়ার আগেই। আর আগের সিষ্টেম অনুযায়ি পানি ঢেলে আপদ বিদায় করবেন, তবে মিনিমাম আধা বাল্টি পানি বা আরো বেশি পানি লাগবেই। নো ওয়ে ব্রো ৩** এই পয়েন্টটা নিয়া লিখতেই মন চাচ্ছেনা , কিন্ত আমি নিরুপায়। আমি ভাবছিলাম কমোডে বসলে নিশ্চয় সবার মলদ্বার কমোডের সেন্টার বরাবরই থাকে, কিন্ত না। এমন সব পজিশনে মল লেগে থাকে কমোডে যে, আমি যদি শাকিরার হিপস ডণ্ট লাইয়ের তালে তালে নেচে মল ত্যাগ করি তবুও সেখানে মল লাগাতে পারবোনা। তাই হাগতে বসে সেন্টারিং করে নিন, আপনার মলদ্বারের পজিশন আপনিই ভাল জানেন, আপনি সেভাবে বসেন যাতে আশেপাশে গোলা বারুদ ছিটকে না যায়। তবে ডায়রিয়া হইলে কথা ভিন্ন, তখন সেন্টারিং হইবেনা, তখন হইবে ব্রাশ ফায়ার। আপনার শর্ট কোর্স কমপ্লিট , আপনি মনযোগ দিয়ে আমার লেখাটা পড়ে থাকলে আশা করা যায় আপনি সুন্দর ভাবে হাগু করতে পারবেন । সুন্দর ভাবে হাগু করা মানেই হইলো , আপনি যে হাগু করছেন তা কাউকে বুঝতে না দেওয়া। সবাই সুন্দর ভাবে হাগু করবেন এই আশাই আমি করি। বিনামুল্যে এই যে আমি আপনাদের কোর্স করাইলাম , আমি চাই এই কোর্সটা সবাই করুক খালি কোর্সটা করলেই হইবেনা এর যথাযথ ইমপ্লিমেন্ট হইবে এইটাই আমার আশা, আমার মুল কথাগুলা বা আপনাদের আরো ভাল প্রসেস জানা থাকলে আপনারা সবাইকে জানান শেয়ার করুন। কমোডে যেহেতু বসা লাগেই, লজ্জা করার কিছু নাই। সবাই ভাল থাকবেন ।
আমার লেখা না এটা। পড়ে মজা লেগেছিল তাই শেয়ার করলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
আলম 1 বলেছেন: কোন কথা হবে না বস।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
হাসিব০৭ বলেছেন: কপি পেষ্ট কারন এইটা অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯
আলম 1 বলেছেন: আমি নিজেই তো সেটা মেনশন করেছি লেখার শেষে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সকালে উঠে হাগুনামা
যতক্ষন আপনার হাগা হবে ততক্ষন পর্যন্ত এই ভাবেই হাগু করতে হবেই।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০০
আলম 1 বলেছেন: মজা পাইছি
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
মদন বলেছেন: অন্যের কষ্টের কথা ভেবে সবারই সতর্ক থাকা উচিত।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১
আলম 1 বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
বিশ্বাস করি 1971-এ বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
আলম 1 বলেছেন: হা হা হা মজা পাইলাম।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
ইজীটক বলেছেন: জনহিতকর পোস্ট
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
আলম 1 বলেছেন: জনকল্যানই আমার কাম্য।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
রাজীব বলেছেন: অতীব জনহীতকর পোস্ট। আপনার এই কোর্সটি কখনো ও কোথায় হয়? আমি এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দিতে চাই। আমার ৩০ বছরের হাগু করার অভিজ্ঞতা আছে। অনেক বার ডায়রিয়া বা পেট খারাপ হবারও অভিজ্ঞতা আছে। আরো রয়েছে লো প্যান ও হাই কমোড ব্যবহারের অভ্যাস।
যদি আরো কোনে অভিজ্ঞতা, যোগ্যতা লাগে জানাবেন। কোন ট্রেনিং থাকার দরকার হলেও বলবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
আলম 1 বলেছেন: না ভাই আমার এরকম কোন প্রতিষ্ঠান নেই। হলে আপনাকে জানাব।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
রিয়াদ হাকিম বলেছেন: ভাই মূল লেখক কে?
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
আলম 1 বলেছেন: বিডি আইডল ১২ নম্বর কমেন্টে দিয়ে দিয়েছেন।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
রিয়াদ হাকিম বলেছেন: ভাই হাই কমোড ব্যবহারের নিয়মাবলী বিষয়ক একটি লিখা চাই...বিশেষ করে, সেখানে গোলা নিক্ষেপের পর হাগুছানার দল যেভাবে অভিকর্ষের বিরুদ্ধে লড়াই করে পাল্টা আক্রমন চালায়, তা হতে রক্ষার উপায় নিয়ে একটি লিখা চাই...
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
আলম 1 বলেছেন: এটা আমার ওস্তাদ জানে। আমার লেভেলের ওপরে।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
খেয়া ঘাট বলেছেন: একটি ক্লাসিক রসাত্মক পোস্ট।
যে লিখেছে উনাকে সামনে পেলে একটা প্রণাম করতাম
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। নাহয় এমন আনন্দ পাঠ থেকে বন্চিত হতাম। প্রতি লাইনে লাইনে এমন হাসির ফোয়ার সৃষ্টি করা সত্যিই বিরল।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
আলম 1 বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
আরজু পনি বলেছেন:
হাসতে হাসতে চোক্ষে পানি চইলা আসছে
তবে অতীব সত্য কথা ।
অফিসে এই নিয়া মাঝে মাঝে চিল্লাচিল্লি করে নসিহত করতে হয়, কে যে আকাম করে কেউ স্বীকার করে না
শেষে বলে ভাল করছেন যে এটা কপি পেস্ট । তারপরও খচ্চর স্বভাবের মানুষগুলি যদি একটু ঠিক হয় (যারা এসব আকাম করে তাদের বলছি)
আর সামুতে একজন পোস্ট দিছিল সে ব্লগার 'লেখোয়াড়' ...আর সেই ছবিটা সেই অফিসের কোন মেয়ের না
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
আলম 1 বলেছেন: যাদেরকে অফিসে সন্দেহ হ্য় তাদেরকে এটা পড়তে দেন।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
বিডি আইডল বলেছেন: নাগরিক ব্লগে মেলা আগে প্রকাশিত
http://www.nagorikblog.com/node/8460
আমার স্মৃতি বিভ্রাট না করলে এই ব্লগেও লেখাটি আগে প্রকাশিত হয়েছে
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
বিডি আইডল বলেছেন: সাথে দেখতে পারেন আমার এই পুরনো পোষ্টটি
বাঙ্গালীর টয়লেট বিবর্তন
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
আলম 1 বলেছেন: দেখবনি। ধন্যবাদ।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
শয়তান শাহীন বলেছেন: দুই বছর আগে একবার পড়ছিলাম.....তার পরও হাসি থামাইতে পারতেসি না
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
আলম 1 বলেছেন: হাসতে থাকেন। আরও দুই বছর চলুক
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
বাহলুল বলেছেন: কোথায় যেন পড়েছিলাম, মনে নেই। তবে আবারো পড়লাম এবং মজা পেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০
আলম 1 বলেছেন: মজা লন।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
rakibmbstu বলেছেন:
কিভাবে হাগু করবেন? করে নিন হাগুর উপর বিনামুল্যে একটি শর্টকোর্স -
সব কিছুর কোর্স করা লাগেনারে পাগলা.......... কিছু জিনিস আছে যা সঠিক নিয়তে বসলেই হয়ে যায়.............
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২
আলম 1 বলেছেন: কিছু কিছু লোকের জন্য এ পোষ্ট।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
বাংলার আকাশ বলেছেন: clean before came. i learnt it from my japanies boss.
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩
আলম 1 বলেছেন: একশ কথার এক কথা।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
আহমেদ আলিফ বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
আলম 1 বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩
তাল্হা বলেছেন: ডেলিভারি দেয়ার আগে টিস্যু বিছিয়ে নিলে, বেশি পানি ঢালতে হবে না আবার লক ও হবে না
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
নীল-দর্পণ বলেছেন: কিছু বলার নাই।
নাক কুঁচকে হাসতেছি