নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ বিয়ে পাগলা জিহাদীরা!

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৩









জিহাদী নবদম্পতিদের মধুচন্দ্রিমার বাসে ওড়ে কালো পতাকা। সঙ্গে চলে জিহাদী গান। এভাবেই নবদম্পতি ঘুরে বেড়ায় নিজেদের ঘোষিত ‘রাষ্ট্রে’। ছবি: ডেইলি মেইলের সৌজন্যেইরাক ও সিরিয়ায় লড়াইরত সুন্নী বিদ্রোহীরা এবার বিয়ের দিকে মন দিয়েছেন। জিহাদীরা তাঁদের বিয়ে করতে রাজি আছেন এমন পাত্রীদের জীবনবৃত্তান্ত চেয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তিও দিয়ে ফেলেছেন। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।



ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদীদের বিয়ে করার স্বপ্নে বিভোর নারীদের স্বপ্ন পূরণের আয়োজন করেছে সংগঠনটি। এক সময় নিজেদের ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) হিসেবে পরিচয় দেওয়া সংগঠনটি বর্তমানে আইএস (ইসলামিক স্টেট) হিসেবে পরিচিত।



জিহাদীদের বিয়ে করতে আগ্রহী নারীদের সন্ধান করতে সিরিয়ার আলেপ্পোর আল-বাবে এলাকায় একটি ‘ঘটকালি কার্যালয়’ খোলা হয়েছে।





সূত্র: অনলাইন ডেস্ক | আপডেট: ২১:০৫, জুলাই ২৯, ২০১৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ছি ছি ছিঃ বিয়ের মত খারাপ কাজ করার কথা এরা কিভাবে ভাবলো?
আমেরিকান সেনাদের মত রেপ না করে তারা কিনা বিয়ে করবে??
এরা দেখি যুদ্ধের নিয়ম কানুন কিছুই জানেনা।

পুরো প্রতিবেদন পড়ে কোথাও পেলামনা যে জিহাদিরা বিয়ের জন্য পাগল হইছে। বরং

"ওই প্রতিবেদনে বলা হয়েছে, জিহাদীদের বিয়ে করার স্বপ্নে বিভোর নারীদের স্বপ্ন পূরণের আয়োজন করেছে সংগঠনটি।"

যাই হোক, যুদ্ধক্ষেত্রে রেপ না কইরা বিয়ে করে বঊ নিয়ে ঘোরা কোনমতেই আধুনিক যুদ্ধের কালচারেরর সাথে যায় না। এটা মধ্যযুগীয় কালচার। এইসব খারাপ জিহাদীদের নিয়ে আরো ব্যাঙ্গাত্তক নিউজ চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.