![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুতে একসময় লগইন করলে কয়েকশ পাঠক পাওয়া যেত। হাজারখানেক অথবা তার চেয়ে বেশি ভিসিটর থাকত। সুন্দর সুন্দর লেখা চোখে পড়ত। অনেক গঠনমূলক মন্তব্য এবং আলোচনা এই ব্লগকে সমৃদ্ধ করেছিল। ব্লগিং জগতের হুমায়ুন আহমেদ ইমন জুবায়েরের মতো ব্লগার আর তৈরি হয়নি। সামু ব্লগে এখন যা অনেক বেশি চোখে পরে তা হল এড।
ব্লগারের লেখা নির্বাচনে আরও কঠোর মডারেশন দরকার। অনেক সময় অনেক ভাল লেখাগুলো চোখের আড়ালে পরে যায়। আর এক লাইনের ফেসবুক স্ট্যাসাসের মতো লেখাগুলো হাজার হাজার পাঠক এবং মন্তব্য পায়।
আর কোন ভাল বাংলা ব্লগের ঠিকানা আমাকে জানান।
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫
আলম 1 বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২২
জনতার নেতা বলেছেন: ১। http://www.techtunes.com.bd/
২। http://www.bdtomorrow.net/blog/
৩। http://www.sachalayatan.com
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬
আলম 1 বলেছেন: কষ্ট করে লিংকগুলো দেওয়ার জন্য ধন্যবাদ।
৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২৬
নন্দীত নরকে বলেছেন: Click This Link
এই লিংকে যান, এখানে বাংলা ভাষায় যত ব্লগ সাইট আছে তার একটি লিষ্ট দেয়া আছে সবগুলা সাইটের লিংক সহ। আশা করি আপনার মনের খোরাক মিঠবে !
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬
আলম 1 বলেছেন: আবারো ধন্যবাদ।
৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮
এম.ডি অভ্র বলেছেন: ঠিক বলেছেন ভাই যত সব রাজনিিতির দালালরা এসে ভরে গেছে
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬
আলম 1 বলেছেন: রাজনীতির কথা জানিনা। শুধু ভাল ভাল লেখক পাঠকের অভাব দেখতে
পাচ্ছি।
৫| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪১
আইন যতো আইন বলেছেন: নন্দীত নরকে বলেছেন: বাংলা ব্লগের মাঝে সামু-ই সবচাইতে পরিচিত ও বড়া সাইট। এর পরে আছে "সচলায়তন", তারপর যথাক্রমে "আমার ব্লগ", "প্রথম আলো ব্লগ", "টুডে ব্লগ", "ওয়ার্ড প্রেস"। অবশ্য এই লি্ষ্টে সচলায়তনের পরে "সোনার বাংলা ব্লগ"এর স্থান ছিল যেটা "হাসিনা ইনু" কর্তৃক বাংলাদেশে ব্লক করা আছে
আামি আপনার ২য় বড়সাইটের তালিকায় পেলাম সামুর পরে বিডিটুডে ব্লগকে--কাজেই আপনার তথ্য ভুল ১০০%।
স্ক্রিনশট দেখুন এখনকার-
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৪
আলম 1 বলেছেন: এটা ভাই প্রতিদিনকার হিসাব না। অনেকদিন এতো ব্লগার দেখা যায়না। তবে এরকম চলতে থাকলে তো সামু ব্লগেই থাকতাম।
৬| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭
আইন যতো আইন বলেছেন: আমিতো প্রতিদিন সামুর সমান কিংবা কাছাকাছি পাই বিদিটুডেকেই--প্রথম আলো ৩০ এর কাছেই থাকে--অন্যদের অবস্থাও তাই--
কিছুদিন পরীক্ষা করতে পারেন যে, সামু আর বিডিটু'র ধারে-কাছেই অন্যরা নেই
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১০
আলম 1 বলেছেন: সেটা ঠিক আছে। কিন্তু অন্যদের সাথে তুলনা না করে দেখলে সামুতে নিজের তুলনায় আগের থেকে পাঠক লেখক কম।
৭| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০০
আইন যতো আইন বলেছেন: এখানে পাবেন কয়েক হাজার বাংলাব্লগের লিঙ্ক এবং এটাই দুনিয়ার বাংলাব্লগের সেরা তালিকার সাইট-- মিডিয়া মাস্টার
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৩
আলম 1 বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৪
লিখেছেন বলেছেন: sohomot
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১১
আলম 1 বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ।
৯| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
আইন যতো আইন বলেছেন: চলায়তনের গরীবীদশা দেখুন স্ক্রিনশট--
আর বিডিটুডে ও সামুর তুলনা দেখুন-
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৫
আলম 1 বলেছেন: সেটা ঠিক আছে। কিন্তু অন্যদের সাথে তুলনা না করে দেখলে সামুর নিজের তুলনায় আগের থেকে পাঠক লেখক এখন অনেক কম।
১০| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: আপনি নিজেই একটা ব্লগ খুলতে পারেন ।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭
আলম 1 বলেছেন: ব্লগের সংখ্যা না কোয়ালিটি বাড়ানো জরুরি।
১১| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৫০
সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: অন্য ব্লগে তো আরও কম!!!
গিয়ে আর কি হবে?
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৯
আলম 1 বলেছেন: ঠিক আছে যাব না।
১২| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: আসলে প্রয়াত ইমন জোবায়ের তো মানুষ ছিলেন। তিনি আর আসবেন না।আপনি নিজেই শপথ করে মাঠে নামতে পারেন তার মত ডেডিকেশন নিয়ে।এতে ব্লগ উপকৃত হবে।
আপনার চিন্তা ভাবনা চমৎকার। ব্লগ কিভাবে সামনে এগুতে পারে এটা নিয়ে সবাই ভাবলে উপকার হবে ব্লগের ও ব্লগারের ।সুনিশ্চিত ভাবেই তা হবে ।
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪০
আলম 1 বলেছেন: অনেক ধন্যবাদ ইনস্পায়ার করার জন্য।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:২১
নন্দীত নরকে বলেছেন: বাংলা ব্লগের মাঝে সামু-ই সবচাইতে পরিচিত ও বড়া সাইট। এর পরে আছে "সচলায়তন", তারপর যথাক্রমে "আমার ব্লগ", "প্রথম আলো ব্লগ", "টুডে ব্লগ", "ওয়ার্ড প্রেস"। অবশ্য এই লি্ষ্টে সচলায়তনের পরে "সোনার বাংলা ব্লগ"এর স্থান ছিল যেটা "হাসিনা ইনু" কর্তৃক বাংলাদেশে ব্লক করা আছে !