নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

একাল এবং সেকালের বাংলা সেরা বিজ্ঞাপন (ভিডিও ব্লগ)

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

বাংলাদেশের নিয়মিত বিজ্ঞাপনগুলো আমার মতে অনেক ভাল এবং বিশ্বমানের।



প্রথমেই শুরু করি বাংলাদেশের বিজ্ঞাপন ইতিহাসের অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন ফিলিপ্স বাল্বের বিজ্ঞাপন দিয়ে।





অলিম্পিক বাল্বের এই বিজ্ঞাপনই মিতা নূরকে অনেক জনপ্রিয় করে দিয়েছিল। জিংগেলটাও ছিল অসাধারাণ।





সেই মিষ্টি, রোমান্টিক জুই নারিকেল তেলের বিজ্ঞাপন।





তখনকারদিনের দুই টপ মডেল নবেল এবং মৌউয়ের গ্ল্যামারাস বিজ্ঞাপন।





এবার আসি কিছুটা মাঝামাঝি সময়ে।



নোবেল এবং তিশার লিপজেলের সেই মিস্টি জিংগেল।





জাহিদ হাসানের চমৎকার অভিনয়ে বান্গালির বিদেশি পন্যের প্রতি দূর্বলতাকে কেন্দ্র করে সাট্যায়ার।





আর একটা মজার এড। কত বোকারে।





বন্ধু কই রইলারে? হ্যা এলো চুলের গ্রামীন মেয়ের গ্রামীনফোনের সেই এড।





বাচ্চাটি মেহমানের সামনে মা বাবাকে কিভাবে অপ্রস্তুত করেছিল দেখে নিন।





এবার আসি এখনকার দিনের কিছু সুন্দর বিজ্ঞাপন দিয়ে।



আমাদের "দেশপ্রেমিক" অনন্ত জলিলের মিশন ইমপসিবল।





বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক মুশিফকের অসাধারণ একটি এড।





আর অতি সমপ্রতি জনপ্রিয় হওয়া ফারুকি তিশার অভিনব একটি এড।





এগুলো হচ্ছে আমার সবসময়ের পছন্দের জনপ্রিয় এড। আপনাদের কোনগুলো?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

হিলিয়াম এইচই বলেছেন: আররে মামু কইয়েন না, একে তো চিপা গলি তারপর আবার রিক্সার ফাউলে ফাউল। __________ আইজকা গফুর কাকা না থাকলে অরে গিয়া ভাইঙ্গা আলগা কইরা ফালাইতাম!!!!!!

অস্থির একটা এড!!! :D

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৪

আলম 1 বলেছেন: সত্যি। বাচ্চাটি দারুন অভিনয় করেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৬

নতুন বলেছেন: আররে মামু কইয়েন না, একে তো চিপা গলি তারপর আবার রিক্সার ফাউলে ফাউল। __________ আইজকা গফুর কাকা না থাকলে অরে গিয়া ভাইঙ্গা আলগা কইরা ফালাইতাম!!!!!!

অস্থির একটা এড!!! :


এইটা ১ নম্বার,,, :)

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৫

আলম 1 বলেছেন: সত্যি। বাচ্চাটি দারুন অভিনয় করেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


রবীর নতুন এডটা খুব পছন্দ।

আজিমপুরের ট্যাম্পুত আপনার বিছানায় উইঠা যাইব... :D :D

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬

আলম 1 বলেছেন: ;) ;)

৪| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫১

মোঃ শাহ আলম বলেছেন: ছোট বেলায় আলিফ লায়লা বা ইত্যাদি অনুষ্ঠানে বিজ্ঞাপন গুলো দেখে অনেক বিরক্ত লাগতো। আর এখন এগুলোই পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়।
কিছু বিজ্ঞাপন এখনও চোখে ভাসে যা ভুলার নয়। ইকোনো বলপেনের যুগের সাথে চলো ইকোনো লেখে ভাল। আজাদ প্রডাক্টের আইয়ুব বাচ্চুর লনলি ডে লনলি নাইট। জাম্প কেডসের জাম্প জাম্প। স্টার শিপ মিল্কের দেশী স্বাদ, বেশী লাভ, বেশী কাপ চা। মেরিল বেবী লোশনের সোনা জাদু মনিরে, মোল্লা সল্টের কাইট্টা সিল্লা লবন লাগাইয়া দিমু। পেপসি জেমসের হই হই কান্ড রই রই বেপার। শাইনপুকুরের বাড়ি মার জন্য বাড়ি। আমিন জুয়েলার্স এর বাচ্চুর ইটস দ্যা অব ন্যাচেরাল।

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৯

আলম 1 বলেছেন: অনেকগুলো মনে রাখার মতো বিজ্ঞাপনের নাম বললেন।
ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২২

লিংকন১১৫ বলেছেন: হুম

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

আলম 1 বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.