![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত জলিল এবং বর্ষা আর নয়। অনেকদিন তো হল। আর কত? আমরা আপনাদের অভিনয়, নাচ, উচ্চারণের উল্লেখযোগ্য কোন উন্নতি দেখতে পারছি না। অনন্ত আপনি সফল ব্যাবসায়ী, চলচিত্রের উন্নতির জন্য ভাল ভাল ছবি প্রযোজনা করেন। আমাদের দেশে অনেক মেধাবী অভিনেতা, পরিচালক, কাহিনীকার রয়েছেন। আপনি সে মেধাকে কাজে লাগান।
অভিনয়, নাচ একটা শিল্প। এটা কোন কোন মানুষের ভেতর থেকে আসে। আমরা চলচিত্রের পর্দায় সেই মেধার সমাবেশ দেখতে চাই। দশ, বিশ তালা থেকে লাফিয়ে পড়ার জন্য স্ট্যান্টম্যানরাই আছেন। একাজটা ওনারাই অনেক সুন্দর করে করতে পারেন। আপনি যদি তাদের ভরসা না করতে পারেন, তাহলে আপনার প্রযোজিত ছবিতে স্ট্যান্টম্যানের কাজটা আপনি নিজেই করতে পারেন।
কিন্তু নায়কের জন্য বাংলাদেশে অনেক ভাল অভিনেতা আছেন। আপনি তাদের নিতে পারেন। যেমন এই মূহুর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় শাকিব খানকে নিতে পারেন। তিনি শুধু সুদর্শনই নন, ভাল অভিনয়, নাচ ও জানেন। আর যারা শাকিব খানকে পছন্দ করেন না, তারাও মানবেন তিনি এট লিস্ট অনন্ত জলিলের চেয়ে বেটার।
আর অনন্ত জলিল তো তবুও চেষ্টা করেন, কিন্তু বর্ষার ওপরে আমরা ভরসা রাখতে পারছি না। নাচ, অভিনয় পাস মার্কস থেকে অনেক দূরে। শুধু পোশাক এবং সাজগোজ ছাড়া পর্দায় কিছু দেখি না। সবচেয়ে বিরক্তিকর তার আর্টিফিসিয়াল হাসি।
যদি সত্যিই চলচিত্রের উন্নতি করতে চান এখনই আপনার "মোস্ট গুডবাই"
নিয়ে চিন্তা করা উচিৎ। তবে "মোস্ট ইমভেস্টমেন্ট" থেকে দূরে সরবেন না।
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২
আলম 1 বলেছেন: জোরাজুরির কথা আসছে কেন? যা বলেছি সেটা চলচিত্রের উন্নয়নের স্বার্থেই।
২| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮
ইউরো-বাংলা বলেছেন: কথা সত্য।
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮
আলম 1 বলেছেন: সহমত প্রকাশের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮
না পারভীন বলেছেন: ভাল না লাগলে দেখবেন না, জোরাজুরি তো নাই। যে সাকিবের এত প্রশংসা করলেন কারা কারা তার অভিনয় কে একসময় হিজড়ার অভিনয় বলত।
মাইন্ড খাইয়েন না আবার এই কমেন্ট দেখে।