নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

মির্জাপুর ছাত্রী হোস্টেলে ভূতের উপদ্রপ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৪

প্রায় দুই বছর আগের ঘটনা। আমি মির্জাপুর বাজারে একটা সেলুনের বাহিরে বসে আছি। রাত ৮-৯ বাজে। কারেন্ট নাই। পুরাতন কাগজ দোকানের মালিক শ্যামল ও আরো ৩/৪ জনের আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় মাথায় সাহেবী টুপি পরা লম্বা একজন লোক হাজির । বলল পুরাতন কিছু খবরের কাগজ খুজছি , খুব দরকার। দোকানের মালিক বলল কারেন্ট আসুক। আগুন্তক বলল আমি আলো ছাড়াই দেখতে পাই। ঐ দোকানটা আমার , পুরাতন কাগজের ব্যবসা - দেখতে পারেন

শ্যামল হাত দিয়ে আগুন্তকে নিজের দোকান দেখিয়ে দিল। মিনিট খানেক বাদে ৩/৪ টি পত্রিকা নিয়ে লোকটা সেলুনের ভিতেরর চেয়ারে গিয়ে বসল। খুব দ্রুত খবরের কাগজ গুলি নাড়াচারার শব্দ পেলাম। গুন গুন করে মিথ্যা কথা....মি.......থ্যা ..............ক......থা....... বলতে বলতে লোকটা চলে গেল। কারেন্ট আসলে আমি চেয়ারের উপর পরে থাকা খবরের কাগজ গুলি নাড়া চারা করে অবাক ~কারন সবগুলি খবরই এক নামে সবাই চেনে এমন ব্যক্তির মৃত্যু ও দাফন সংক্রান্ত ।



ঘটনাটা ভুলেই গিয়েছিলাম । ১ মাস আগে ঢাকা থেকে মির্জাপুর ফিরে রিক্সা করে বাড়ী যাচ্ছিলাম । হটাৎ চেইন পরে গেলে রিক্সাওয়ালা রাস্তার পাশে গাড়ী সাইড করে রিপিয়ার শুরু করল। গভীর রাত । আমার মনে হল কেউ খুব জোরে রিক্সার পাশ দিয়ে হেটে চলে গেল। দেখলাম শার্ট্ -প্যান্ট পরা একজন লোক হাওয়ার বেগে মিলিয়ে গেল।



গত একমাস এ নিয়ে নানা চিন্তা করে কোন কুল কিনারা পেলাম না।

দিন সাতেক আগে নিজের চোখে যা দেখলাম তা শেয়ার করার জন্য এ সবের অবতারনা।



আগামী পর্বে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: অপেক্ষায় ।
ভালো থাকবেন :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

আলম 1 বলেছেন: শীঘ্রই আসছে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

জুন বলেছেন: বার বার এসে দেখে যাই অতি পরিচিত এলাকার ভুত সম্পর্কে জানার জন্য ।
কিন্ত :(

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

আলম 1 বলেছেন: পরের পর্বে জানবেন।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

ডট কম ০০৯ বলেছেন: ইহা কি গল্প না সত্য ঘটনা!! কিছু ই বুঝলাম না।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

আলম 1 বলেছেন: পরের পর্বগুলো পড়তে থাকুন, বুঝে যাবেন। ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.