নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

২০১৫ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের রোডম্যাপ (ভিডিও সহ)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

আগামি ১৯ মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

বাংলাদেশকে যা যা করতে হবে জিততে হলে,



১) টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাতে হবে। কেননা বিশ্বের সেরা লাইনাআপ নিয়ে ভারত যেকোন রান চেজ করতে পারবে। কিন্তু ওদের

দূর্বল বোলিং আমাদেরকে চেজ করতে বাধা দেবে না।



২) বোলিংএ প্রথম আঘাত আনতে হবে অধিনায়ক মাশরাফিকে। বিরাট কোহলিকে যেকোনভাবে ক্রিজে সেটেল হওয়ার আগে ফেরাতে হবে।



৩) রুবেলকে বোলিং করার সময় মনে রাখতে হবে সে যেন সবাইকে "হ্যাপি করতে পারে।



৪) আর সাকিব আল হাসানকে ব্রেকথ্রু বোলার হিসেবে কাজে লাগাতে হবে। কোন জুটি গড়ে উঠলেই ওকে ব্যবহার করতে হবে।



৫) এভাবে ভারতকে ২৫০-২৭০ রানের মধ্যে আটকে ফেলতে হবে।



৬) ব্যাটেংএ তামিমকে নিজের আসল রূপ দেখাতে হবে। ভারতের বিপক্ষে

ভাল রেকর্ড আছে ওর। ওকে পারতেই হবে।



৭) মাহমুদউল্লাহর কথা আলাদা করে বলার কিছু নেই। আমাদের আশা অনেক। তাছাড়া সাকিব, মুশফিক, নাসিরকে ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংএর কথার Tooth Break Reply দেওয়ার জন্য বিশ্বমানের ব্যাটিং করতে হবে।

যিনি মনে করে বাংলাদেশের জেতার সম্ভাবনা ১%।



Watch on Youtube এ ক্লিক করুন।





শেষটা করছি একটা আশা দিয়ে,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৫

অর্বাচীন পথিক বলেছেন: আমরা সফল হব এই আশা আমাদের

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৫

আলম 1 বলেছেন: ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.