নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলম 1

সাধারন ব্লগার

আলম 1 › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর ক্ষণ ও কারন জনতে আগ্রহীদের জন্য মজার লিংক।

০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৫৬


মানুষের মৃত্যুর ক্ষণ বলে দেবে জিন। আপনি দিনের কোন্ সময় ভবলীলা সাঙ্গ করবেন, সেটা আগাম জানতে পারলে তা অবশ্যই চমকপ্রদ হবে। কারণ তা জানতে পারলে দিনের ওই সময়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয়া যেতে পারে। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক ধরনের জিনের সন্ধান পেয়েছেন, যা মানুষকে তার মৃত্যুর দিন কোন্ সময় সকাল না-কি সন্ধ্যা, তা বাতলে দেবে। এই জিন মূলত মৃত্যুর তারিখ নয় বরং মানুষ কোন সময়ে মারা যাবে তা বলে দেবে।গবেষকরা প্রায় ১২০০ স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক; যাদের বয়স প্রায় ৬৫ বছর, তাদের বিভিন্ন মানসিক ও স্নায়বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দৈনন্দিন ঘুমানোর বিভিন্ন পদ্ধতির ওপর গবেষণা পরিচালনা করেন।গবেষক দলের প্রধান এবং বোস্টন মেডিকেল সেন্টারের নিউরোলজি বিভাগের প্রধান অ্যান্ড্রো লিম বলেন, মানুষের অভ্যন্তরীণ 'জৈবিক ঘড়ি' মানুষের শারীরিক বিভিন্ন চক্র এবং অবস্থা সম্পর্কে তথ্য দেয়। এছাড়া একজন রোগীর এটি 'হার্ট অ্যাটাক' এবং 'স্ট্রোক অ্যাটাক'র সম্ভাব্য সময়ও বলে দিতে পারে ।

অন্যদিকে আপনি কোন সালে এবং কিভাবে মারা যাবেন তা জানতে অগ্রহী হলে নীচের লিংকে আপনার নাম আর জন্মতারিখ টাইপ
করুন । পছন্দ না হওয়া পর্যন্ত চালিয়ে যান।

view this link


তথ্যসূত্র : ইন্টারনেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.