![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, কথাটা একেবারে সঠিক পরেছেন,
ঢাকা চট্টগ্রাম মাএ তিন ঘন্টায় বাই রোডে পৌছানো যাবে,
এর জন্য শুধুমাএ তিন মাস ধৈর্য ধরতে হবে আর কিছুই না।
কি খুব দিবা স্বপ্ন এর মতো লাগছে,
হ্যাঁ, কথাটা একেবারে সত্যি,
তবে কথাটা আমার না,
আমাদের ডিজিটাল মন্এী (থুককূ যোগাযোগ মণ্এী) ওবায়দুল কাদের এর।
তিনি গতকাল ঢাকা চট্টগ্রাম রোডের চার লেনের সংস্কার কাজ দেখতে এসে এ মহান উক্তিটি জনসম্মখে করেছেন।
যারা প্রায় সময় এ রোডে যাতায়াত করেন তারা তালি বাজান, হাজার হলে ও তো আমরা আমজনতা
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫
আলম৪৩৪ বলেছেন: পদ্মা সেতু কিংবা নতুন আরেকটা এয়ারপোর্ট এর ছেয়ে ঢাকা চট্টগ্রাম রোডটা জরূরী ভিত্তিতে চার লেনে আরে্া আগে করা উচিত ছিল, কারন ঢাকার দিকের জেলা কিংবা সিলেটের আশেপাশের জেলা কিংবা খুলনার দিকের জেলাগুলোর দিকের যাতায়াতের জন্য এই রোড়টি ব্যবহার করা হয়। তার চেয়ে ও বড কথা চট্টগ্রাম পোর্টের মালামাল যাতায়াতের কন্টেইনার মুভার গুলো সব এ রোড় দিয়ে চলাচল করে।
২| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯
শিশির খান ১৪ বলেছেন: হা ভাই বেশি দিন আগে নয় মাত্র ১৫দিন আগে আমার আসতে সময় লাগলো প্রায় ২৩ ঘন্টা আসলে করে কি বলবেন ?
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬
আলম৪৩৪ বলেছেন: কিছুদিন আগে সকাল ০৮:৩০ মিনিটে গরীবুল্লাহ শাহ মাজার থেকে উঠে বিকাল ৫ টায় ফেনীতে নেমে আবার চট্টগ্রামে ফেরত এসেছি
৩| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৭
রাহুল বলেছেন: We are mango people ....
দেখি কি হয়। ৩ মাস ই তো তিন বা ত্রিশ বছর তো আর না।
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০
আলম৪৩৪ বলেছেন: দাদা, ক্যামেরা রেখে দুরবীণ দিয়ে দেখেন, কাজ কতটুকু হলো
৪| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯
আয়রন ম্যান বলেছেন: আমি ঢাকা-সিটিজি হাইওয়ের নিয়মিত যাত্রী। কিছুদিন আগেও ভ্রমণ করেছি। যা দেখলাম তাতে তিন মাসে কাজ শেষ হবে বলে মনে হয়না।
আমি চাই তিন মাস নয় প্রয়োজনে ছয় মাস লাগলেও রোডটা যেন সুন্দর ভাবে শেষ হয়। যানজটের জালায় আর বাঁচি না!
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
আলম৪৩৪ বলেছেন: সবাই তা চায়, কিন্তু পাবার সময় পায় সামান্য।
৫| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৭
রাহুল বলেছেন: ভাই,আমি আশাবাদির দলে।রাজনীতির প্যাচে যেতে চাই না;
জন্মেছি ঢাকায় থাকিও ঢাকায় তবে জীবনে ৪বার চট্টগ্রাম গিয়াছি ,কোনোবারি ধকল পোহাতে হয়নি তাই কষ্ট বুঝিনা।শুধু এটাই চাই ৩ ঘন্টা নাহোক একটু হলেও কষ্ট লাঘব হোক আপনাদের।শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬
লাতি বলেছেন: শুধু একটি কথা বলতে পারি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি দ্রুত চার লাইনের কাজ চলতেছে, এটাই হবে বাংলাদেশের দুটি বড় শহরের সাথে সর্বপ্রথম পূর্ণাঙ্গ চার লাইনের মহাসড়ক,কাজ সম্পন্ন হলে আমার মনে হয় অতি দ্রুত ঢাকা চট্টগ্রাম পথে চলা চল করা যাবে।