![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিন ভারতে অবস্থিত, চিকিৎসার জন্য অনেক ভালো (অব্শ্যই যাদের পর্যাপ্ত পরিমান টাকা রয়েছে) অনেকে একে মাদ্রাছ বলে চিনে।
চেন্নাই এর উল্লেথযোগ্য বৈশিষ্ট হল, এখানের আশেপাশের দোকানে বিডি সিগারেট খুবই কম বিক্রি করতে দেখা যায়, পাবলিক স্থানে খাওয়া তো দুরে থাক।যারা ধুমপায়ী তারা তারা গোপনে কিনে নিয়ে বাডিতে কিংবা অন্য কোথা ও খেয়ে আসে কিন্তু কখনো মানুষের সামনে নয়। এদের এয়ারপোর্ট কিংবা বড় বড় মার্কেটে ধুমপানের জন্য আলাদা প্লেস রয়েছে যে রূমে বিশেষ প্রক্রিয়ায় ধৃয়া চিমনির মাধ্যমে প্রসেস করে অনেক উপরে পাটিয়ে দেয়।
আমরা সবাই জানি ভারতীয়রা খুবই কিপটে সে হিসাবে তারা দোকান থেকে বিশেষ করে মাছ কিনার সময় কেজিতে না কিনে পিচ হিসাবে কিনে, সে রকম এক মাছ বিক্রেতাকে দেখে আমার বমি হবার অবস্থা, কারন তার সমস্থ শরীরে মাছি ভন ভন করছে, পরে মনে হল আরে তারা তো আর আমাদের মতো এতো আধুনিক না যে তারা ফরমালীন প্রয়োগ করবে, একই অবস্থা আঙুর বিক্রেতার ও।পরে কিলো হিসাবে আম আর পেয়ারা নিলাম খাওয়ার জন্য।বি.এম.ডব্লিউ, এস্কোডা, নাইক, এডিডাস ইত্যাদি।
খাবার দাবার এর ক্ষেএ এরা ভাত কে কম প্রাদান্য দেয় বরং আলু ভাটরা, এটলি কিংবা পুরি এ সব খেয়ে থাকে, তাছাড়া চেন্নাই সী বীচে নানা রকম রান্না করা টাটকা সামুদ্রিক মাছ পাওয়া যায়।
আর একটা মজার কথা চেন্নাই সী বীচে আপনি যে কোন ভারতীয় নায়ক নায়িকার সাথে মাএ ৩০ রূপির বিনিময়ে ছবি তুলতে পারবেন।(বিশেষভাবে স্মরনীয় যে, এগুলো নায়ক নায়িকাদের ডামি)।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১
আলম৪৩৪ বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য
২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২০
ভিটামিন সি বলেছেন: এরা যে মদ, বিয়ারের বোতল হাতে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে খায় এটা দেখেনি? ৩/৪ জন একসাথে বোতল, চানাচুর নিয়ে বসে পরে তারপর কোর্স শেষ হলে রাস্তায় বোতলগুলো ভেঙ্গে উঠে চলে যায় এটাও দেখা দরকার ছিলো। এই তামিলদের মতো অসভ্য/নোংরা জাতি মনে হয় আর গোটা ভু-ভারতে নেই।
ইন্না সাপাডা?
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭
আলম৪৩৪ বলেছেন: আমি এপোলো হাসপাতালের সাথে ছিলাম প্রায় ২৫ দিন, আমার চোখে পড়েনি, তবে দিল্লিতে অনেক দেখেছি, এ দেখেছি, "বেশি করে ওয়াইন খান পানির উপর চাপ কমান" এ রকম স্টিকার গাড়ির পিছনে
ধন্যবাদ, আপনার মন্তবের জন্য ও কষ্ট করে পড়ার জন্য
৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১
ভিটামিন সি বলেছেন: ওরা যে নিজের আপন বোনের মেয়েকে (ভাগ্নি) বিয়ে করে এটা জানেন তো??
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২
আলম৪৩৪ বলেছেন: সত্যিই এটা নতুন শুনলাম
৪| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০
শাহ আজিজ বলেছেন: আসলে আপনি চিকিতসার জন্য গেছেন বলে আপনার তেমন কিছু দেখা বা বোঝার সুযোগ হয়নি। তামিল বা দক্ষিন ভারত মুলত ভাত বা চাউল প্রধান এলাকা। ইডলি খেয়েছেন? ওটা চাউলের তৈরি । ইদানিং হয়ত প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে।এক সময় মদ নিষিদ্ধ হয়েছিল মাদ্রাজ যা এখন চেন্নাই নামকরন করেছে।চেন্নাই নামটা আগেই ছিল , বিদেশি শাসক্রা পালতে মাদ্রাজ করেছিলো। মদ নিষিদ্ধ হওয়ার পর শনিবার দুপুরের পর থেকে রাত অবধি পনডিচেরি যেত শত শত গাড়ি । পনডিচেরি জমজমাট হয়ে উঠল বার এর ব্যাবসায় আর রাত্রিকালিন শোবার জন্য হোটেল বাণিজ্য। পনডিচেরিকে টুরিস্ট স্পট বানিয়ে এক দশক পর চেন্নাইএর মদ ব্যাবসা আবার ফিরে এলো । চেন্নাইএ শাড়ি সস্তা আর মিষ্টিতে ভারত শ্রেষ্ঠ ।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৪
আলম৪৩৪ বলেছেন: ধন্যবাদ, অনেক কিছু জানলাম
৫| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
শফিক আলম বলেছেন: কারো কারো মন্তব্য দেখে মনে হয় যেন গুতা দিতে পারলেই হলো। আরে ভাই বিশ্বের যেমন জায়গায় যেমন কালচার, আচার-বিচার। সেটাই তো বিদেশ ভ্রমনের অভিজ্ঞতা, অপরদের জানা। আর ভাল-মন্দ সব দেশেই আছে। অবিশ্বাস্য ব্যাপারও অনেক দেখা যায়।
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯
আলম৪৩৪ বলেছেন: বিশ্লেষনধর্মী মন্তব্য,
একেবারে সঠিক বলেছেন শফিক সাহেব,
ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না আপনাকে
৬| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ম.র.নি বলেছেন: অল্প কিছুদিন থেকে চেন্নাইয়ের কাল্চার বুঝবেন না।মদের ব্যাপারে এরা বেশি রিল্যাক্সড, অপেন খাওয়া যায়।সাউথ ইন্ডিয়ান ফুড সারা বিশ্বে ফেমাস।ইডলি,ডোসাই,চিকেন সিক্সটি ফাইভ ইত্যাদি।এরা শিক্ষিত এবং মানুষ ভালো।ক্যালকাটার মানুস কিপ্টামীর জন্য ফেমাস।বংশ বিস্তারে এরা নিজেদের কাস্টে'র বাইরে যেতে চায় না বলে মামারা ভান্গিকে বিয়ের প্রায়রিটি পায়, তবে তা মনে হয় এখন খুব ই কম প্রেকটিস হয়।
আর আপনার ছবিটা হয়ত মেরিনা বিচের,চেন্নাই বিচ বলে কিছু মনে হয় নাই।
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৬
আলম৪৩৪ বলেছেন: ওরা শিক্ষিত এবং সচেতন, কিপ্টামিটা অনেকাংশে ভালো, তবে অতিরিক্ত ভালো না।
আর ছবিটা অবশ্যই মেরিনা বিচের, তবে দুয়েক জায়গায় চেন্নাই বীচ ও লেখা রয়েছে।
একটা কখা, ওদের চিকেন ডোসাই এতই ভাল লেগেছে আমার প্রতিদিন বিকালে একটা করে খেতাম।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৭| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২
এএইচ ছোটন বলেছেন: ভ্রমনে অপনার অভিজ্ঞতাটাই মুখ্য। কোনো দেশের সাথে নিজের সংস্কৃতির সার্থক তুলনা আপনাকে একজন অভিজ্ঞ পর্যটকের মর্যাদা দিবে।
১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৫
আলম৪৩৪ বলেছেন: ছোটন ভাই, ধন্যবাদ
৮| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:০২
এএইচ ছোটন বলেছেন: ভ্রমনে অপনার অভিজ্ঞতাটাই মুখ্য। কোনো দেশের সাথে নিজের সংস্কৃতির সার্থক তুলনা আপনাকে একজন অভিজ্ঞ পর্যটকের মর্যাদা দিবে।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৬
ইমরান আশফাক বলেছেন: আমি ব্যাংগালরে প্রায় ৬ মাস ছিলাম, সাউথ ইন্ডিয়ানদের কালচার সন্মদ্ধে যা যা বলেছেন সবই ঠিক আছে। তবে ওদের খাবারের সাথে আমার সখ্যতা খুব একটা সুবিধের না। ভেজ আর নন-ভেজের পাল্লায় পড়ে আমার ত্রাহি মধুসুদন অবস্হা হয়েছিল।
তবে হ্যা, ব্যাংগালরে গেলে হায়দ্রাবাদের বা মহীশুরের নিজামের রোস্ট বা বিরিয়ানী চেখে দেখতে ভুলবেন না যেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার অভিজ্ঞতার সাথে কিছু মিল খুজে পেলাম।
ধন্যবাদ, আলম ৪৩৪।