![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে রবির একটা সিম ছিল যা মোটামুটি ৬ মাসের চেয়ে বেশী দিন বন্ধ অবস্থায় রয়েছে। তো চিন্তা করলাম যেহেতু বন্ধ সিমে ১১ টাকা রির্চাজে ১ জিবি ফ্রি ব্যবহার করতে পারবো তাহলে করিনা।
৮০৫০ তে মেসেজ দিয়ে কনফার্ম হয়ে একবারের জায়গায় ২ বার রিচার্জ করলাম তারপরও দেখি ফ্রি ডাটা আসতেছে না, শেষে আবার টাকা খরচ করে দিলাম কাস্টমার কেয়ারে ফোন,
তারা আমাকে যা বলল, " স্যার, আপনি অনেকদিন আগে থেকে বন্ধ অবস্থায় আছেন, তাই আপনি ফ্রি ডাটা পাবেন না।"
(শালার রবি উল্লেখ করাই আছে ১মে বা এর আগে থেকে বন্ধ সিম এ অফারের অর্ন্তগত)
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২
আলম খোরশেদ বলেছেন: রবি(একটেল) এদের প্রতি সবাই খুব অখুশি ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
ইমরান আশফাক বলেছেন: এয়ারটেল কোন কারন ছাড়াই আমার ৬০০ টাকা মাত্র ভ্যানিস করে দিয়েছে, তাও মাত্র ৫/৬ দিনে। সেলস সেনটারে যোগাযোগ করলে বলে সফট্ওয়ারের ত্রুটি, তো এদের কি বলা উচিত? শুধুমাত্র ডাকাত বলেই ক্ষান্ত হবো?
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫
উড়োজাহাজ বলেছেন: রবি অলয়েজ বাটপার।