![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিকতার এ যুগে সবার হাতে সুলভমূল্যে মোবাইল ফোন থাকার কারনে প্রায়ই সকলে ফেচবুক ব্যবহার করে, এটা উপকার বা অপকার, ভাল বা মন্দ এটা নিয়ে কোন মন্তব্য করতে চাইনা, কিন্তু কারও সাথে কথা বলার সময়ও মাথা নিচু করে ফেচবুক ব্যবহার করা এমনকি পিতা মাতা কিংবা গুরুজনের কথা শুনার সময় ও যখন ফেচবুক ব্যবহার করে তখন দেখতে খুবই খারাপ লাগে, অবশ্যই বর্তমানে অনেকে মুরুব্বি বলে সম্মান করতে ও ভুলে গেছে।
কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে টা তা হল, চলতি পথে ও মাথা নিচু করে যখন ফেচবুক ব্যবহার করে তখন তারা খেয়াল ও করে না নালায় পড়ে, নাকি গাছের সাথে ধাক্কা খায়, কারো গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়লে সরি বলে রক্ষা পাওয়া যাবে কিন্তু গাড়ি বা ট্রেনের সাথে ধাক্কা খেলে রক্ষা না পেয়ে অক্কা পেতে হবে।
©somewhere in net ltd.