নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Author Life

মোঃ নুরেআলম সিদ্দিকী

মোঃ নুরেআলম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

নৈঃশব্দ্যের নীরব শব্দ (কবিতা)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

অবশেষে স্বপ্নগুলোকে তুলে রাখি নিলামে;
তীব্র অভিমান আর বিষাক্ত কাঁটা অনন্ত দেয়াল বেঁধ করে কেড়ে নেয় আমার সৌন্দর্য্যের গল্প,
আর আমি চশমার কাঁচ ঘষে ঘষে হিসেব কষি জীবনের পরিণাম,
জোনাকির উড়াল দেখে দেখে বুকের ভিতরে আঁকি জোছনার ঘ্রাণ!

একাকীত্ব মোম জ্বলেজ্বলে অনুরাগের স্রোত ভেসে চলেছে চোখ, মুখ, সারা শরীর
অথচ সংগীহীনা এই রাত, এই সময়, প্রখর এই নীরবতা ভরে গেছে অভিমানের শহর;
তবুও আত্মভোলা বেগ, তবুও জোছনার স্পর্শকাতরতা জমে আছে মেঘের কোণে
তবুও একবার নির্দ্ধিধায় তুলে রাখি হৃদয়ের চেকবুক;
ভাঙলেই পায় সুখ তবে ভেঙে যাক, হাসলেই যদি মঞ্জুর হয় অ্যাপলিকেশন তবে প্রাণভরে হাসুক!

অতঃপর পাহাড়ের চূড়ায় ধ্বনি বাজে, শুষ্ক গোলাপ লিখে নেয় বাড়ন্ত অভিমান;
সেই বাসন্তী হাসি, আর প্রদীপ মাখা নিঃসঙ্গ প্রেম
খোঁজে ফিরে তাকিয়ে থাকে আমার জানালার কিনারায়;
আর আমি সোনালী সন্ধ্যার হাত ছুঁয়ে বুকে লালন করি শ্মশান,
ধ্রুপদী জলে খেলা জমায় নৈঃশব্দ্যের নীরব শব্দ!
অথচ যে অন্তর ছলনানলে পোড়ে, অবজ্ঞার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে,
এক আকাশ মেঘ চমক বেঁধে নিদারুণ ঝড় তুলে
হাত বাড়ালে যার অন্ধকার খোলে বৃষ্টিজলে;
সে কি পারে, যুগপৎ ক্লান্তি এলিয়ে বুকের করিডোরে বাসন্তী প্রেম সাজাতে?
নৈঃশব্দের অতল গহ্বরে মুগ্ধতার সীমানা আঁকতে??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ২:০০

মাঈনুল হাছান বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.