নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Author Life

মোঃ নুরেআলম সিদ্দিকী

মোঃ নুরেআলম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

মানুষ হতে চেয়েছিলাম

০৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৭

সুতীব্র প্রতিবাদে ভেঙে গিয়েছিল আমার সীমানার প্রাচীর,
সমস্ত দায়ভার গড়িয়ে পড়েছে বুকের উপর;
কাদা মাটির সাথে কাদাজল, তাঁর ভিতর দৃঢ় প্রত্যয়ের বুনা বীজ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে,
আর বেড়িপায়ে তুলে দিয়েছে সমস্ত হাহাকার!

উদ্ভাসিত আলোর মাঝে অনাকাঙ্ক্ষিত ডুবে যায় আমি,
আমার লালিত বারোমাসি ফুল, মাতৃজঠরে তৃষ্ণার্ত স্বাধীনতা
প্রত্যাশার কপালে তিলক পড়া রঙিন হাসি
সব আজ আমার নৈঃশব্দ্যের ক্যাম্প, নিলীন অশ্রুর বুকের নীল ডাইরি!

অষ্টপ্রহর ছুঁয়ে যায় আমার শরীরের সমস্ত স্বাদ,
আর্তচিৎকার, আহাজারি সব কেবলি যেন তাচ্ছিল্য;
আমি ব্যাকুল হই, অলিখিত ইচ্ছেগুলোকে পরাজিত করি!
শতদিন ধরে সুনীল আকাশের প্রহসনে উপেক্ষা করি কানামাছি, পুতুলের বিয়ে
গভীর রাতের এসিডিক বৃষ্টি উপাখ্যান করে দোলনচাঁপার মিষ্টি ঘ্রাণ,
ধীরেধীরে ঝিরঝির বাতাস এলিয়ে চলে আমার ঝুঁটিবাঁধা এই সংসারে!

চোখ বলে দেয় সমুদ্রের গভীরতা, আর মন বলে যায় পরাজিত হওয়ার গল্প
কালো মেঘ ঢেলে দেয় বৃষ্টি, আর রাত এঁকে যায় আমার মরণের সুত্রপাত;
আচ্ছা মা আমি তো মানুষ হতে চেয়েছি, অপবাদ চাইনি
এই তিরস্কারের চেয়ে বেয়নেটের আঘাতে রক্তাত্ব করে দিতে যদি!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.