নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Author Life

মোঃ নুরেআলম সিদ্দিকী

মোঃ নুরেআলম সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

নির্বোধ

১৩ ই মার্চ, ২০১৯ রাত ১০:৫১

ইদানিং শূন্যতার সংসার পাতে হৃদয়ের মায়াজাল,
সূর্যের প্রখর উত্তাপ খোলে দেয় মসৃণ জানালা;
অবরোধ করি সংসার, অবরোধ করি সূর্যমুখী হাসি
তবুও কারা যেন এসে কেড়ে নেয় আমার সবটুকু অধিকার,
স্মৃতির অরণ্যে চাষ করা জ্যোৎস্নার স্নিগ্ধতা!

প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ে নির্জনতার মঞ্চ;
বরাবরের মতই একটা নীলখাম পড়ে থাকে পিচঢালা রাতে
কিছু আত্মবিশ্বাস, কিছু ক্লান্তির অবসাদ আর কিছু অবান্তর স্বপ্ন গেয়ে যায় প্রতিশোধের গান।

একটা অতীত নির্বোধ হয়ে পেছন থেকে তাকিয়ে থাকে
বেলকনির সমস্ত দরজা বন্ধ করে দেয়,
এক এক করে তুলে আনে ডাইরির পাতা, শিউরে উঠা আর্তনাদ;
অথচ এখানে শুধু প্রশ্নই খেলে বেড়ায়,
উত্তর লুকিয়ে থাকে অস্পষ্টতার সাঁটলিপিতে, অবহেলার অন্ধকারে!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ চমৎকার কাব্য । ++
দুটি জায়গায় একটু বলার আছে,
দ্বিতীয় লাইনে উত্তাপ "খুলে" দেয় হবে কিনা । আর শেষ স্তবকের দ্বিতীয় লাইনে ব্যালকনি হবে কিনা একবার ভাবতে বলবো ।

অফুরান শুভেচ্ছা জানবেন ।

২| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা

৪| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৩

আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে কবিতা। আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে।

৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.