নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মোগল সম্রাট

মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারেনা...ও বন্ধু...

মোগল সম্রাট › বিস্তারিত পোস্টঃ

একটি ছোট্ট ছড়া

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

মৌলিক প্রয়োজনগুলো

স্বাধীনতা লুটে নেয় শোষনের যন্ত্র
পাছা চাপড়িয়ে বলি আহা!গনতন্ত্র।
পুঁজিবাদ পাতে ফাঁদ নিরীহের দণ্ড
ধর্মের গান গায় শয়তান ভন্ড।
শিক্ষার ব্যবসায় প্রজন্ম পন্য
মেধাহীন জাতি গড়ে মোদের তারুণ্য।
বিষ দেয়া খাদ্যে বিষাক্ত শরিরে
চিকিৎসাহীন হয়ে ধুঁকে ধুঁকে মরি'রে।
ফুটপাতে ঘুম পরে কতো খোকা-খুকি'রে
একসাথে যোগ দেয় বেওয়ারিশ কুকুরে।
ধর্ষিত হয় রোজ মোর দেশ জননী
সারমেয় হয়ে সব পড়ে তারই কাহিনি।

ছাব্বিশে মাঘ,১৪২৭ বঙ্গাব্দ

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

এম ডি মুসা বলেছেন: সারমেয় অর্থ কি কুকুর

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

মোগল সম্রাট বলেছেন: জি!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ভালো। তেজ আছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

মোগল সম্রাট বলেছেন: থ্যাংকয়ু

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনার ছন্দজ্ঞান ভালো। টানটান।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

মেহেদি_হাসান. বলেছেন: বাহ সুন্দর হয়েছে

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

মোগল সম্রাট বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৬ ই মে, ২০২১ দুপুর ২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




মোগল সম্রাট ভাই, আপনি কেমন আছেন? দীর্ঘদিন হলো আপনাকে ব্লগে পাইনা। আপনারে মন্তব্যগুলো আমার প্রিয় ছিলো সব সময়। আপনাকে পছন্দ করি তাই আপনার কথা মনে পড়ে বারংবার। আপনার নাম দিয়ে সার্চ করে আপনাকে পেতে আমার বেশ ঝামেলা হয়েছে কারণ নামের বানান সংক্রান্ত কারণ। আপনার খোঁজে ছোট্ট একটি পোস্ট দিয়েছি নিখোঁজ ব্লগারদের খোঁজে আপনি ব্লগে লগইন হলে প্লিজ মন্তব্য প্রতিমন্তব্য করে জানান দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.