![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
- সুন্দরের প্রতি প্রথমে ভাললাগা শুরু হয়,
তার পর পাওয়ার আকাংখা, পাওয়ার পর দীর্ঘ
চিন্তা,
দীর্ঘ চিন্তা থেকে লোভের সৃষ্টি,
লোভ থেকে অন্যায় ও পাপ।
পাপের পর নিজের ধ্বংস, তারপর সমাজের
সর্বনাশ।
আর সুন্দর তখন আর্তনাদ করে
বলে, "হায় রে মানব সুন্দর চিনলি না তুই,
বাহিরের এটা সুন্দর নয়রে, চোখ
জলসানো লালসা তা,
আসল সুন্দর বসত করে মানব অন্তর ভুঁই"।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ধন্যবাদ, অনুপ্রেরণা দেওয়ার জন্য
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
নিলু বলেছেন: ভালো লাগলো , লিখতে থাকুন