নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা এবং সমসাময়িক

কবি আলমগীর গৌরিপুরী

আ‌মি নি‌জে‌কে একজন ক‌বি দাবী ক‌রি । কারন ক‌বিতা আমার প্রা‌ণের স্পন্দন , ত‌বে গল্প আমার ম‌নের খোরাক ।

কবি আলমগীর গৌরিপুরী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ফেইসবুক

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

সালু সালু নীল সালু
মাথায় আছে কিছু গিলু
করে শুধু ট্রিকস
দেশে নোংড়া পলিটিকস।
লাইকার মামা,কমেন্টার মামা
থামা ঐ গাধারে থামা
লাইকের জন্য যত ভাবনা
নিয়ে যাও ওদের পাবনা।
গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে
সাধু বাবা, মি.ডেবিল পাশে আছে,
লেখক বেটা ঘুমায়তাছে
কিছু পোলা চেকা খায়ছে।
সকিনার মায়ের জামাই
বাপের টাকায় লাইক কামাই,
মি.অমুক ফেমাস পোলা
রিপন শালা, জাতির দোলা।
সাই মামা লাইক দিমু
পুরাতন ক্যালেন্ডার ফালায় দিমু,
ফেরদৌসির বয়ফ্রেন্ড যাবে মরে
না পাইলে ঐ ফেরদৌসি রে।
ফজলু ভাই ভালো ছেলে
ওবায়দোল্লাহও ভাল পথে চলে,
চিটিংবাজ কই গেলরে?
ফেমাস হওয়ার ধান্দা না কি রে?
অথর আজ নিথর কেন?
বাংলার বাঘ ময়লা বাবা যেন,
বঙ্গমাল হইছে টাল
কবি এখন বেসামল
সবি হইছে গোলমাল।
শুভ নাকি কাজী?
আমি কিন্তু রাজি
কাপে আমার বুক
এটাই আমাদের ফেইসবুক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

আমি বন্দি বলেছেন: ভালো লাগলো কবিতা

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১১

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.