![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
গোল্লাছুট থেকে দাড়িয়াবান্ধা প্রভাতী এখানেই হেসেছিল,
তারপর------
হিজলের বন ঘুরে,কখনো নদীর তীরে,
শিকারী মন শকুনের চোখে খুঁজেছে শিকার,
সবুজ প্রান্তরে, মুক্ত তেপান্তরে,
ঘুরেছে উদাস হেসেছে বেকার।
প্রতিবেশি মন,করে আনচান
গৌরী ছিল চোখের তারা
তাজেল রুপবান,যাত্রার গান,
গেয়েছি কত, সন্ধ্যায় ধ্রুবতারা।
জীবনের সুখ,ছিল উৎসুক
মায়ের বকুনীতেও প্রশান্তির ছায়া,
ক্ষ্যাপাটে যুবক,হয়নি অবাক
জীবন মানেই ছিল;শুধু প্রেম শুধু মায়া।.
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: অনেক সুন্দর লাগল।
+++
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: চেষ্টা করি লিখতে,
আপনার মন্তব্য পেয়ে আমি ভিষন খুশি।
লায়লা আপা
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: ধন্যবাদ, রাজপুত্র
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গৌরিপুরের কবি দেখি ভীষণ ভাল লিখে --- মুগ্ধ