![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
সাইকেলের হেল্পার, এখন বস দ্যা ডন
চানাচুর পাগলা, শীতে কনকন,
নিকোটিনের গ্রাসে, জাতির নেতা
অন্ধকার থেকে আলী বলে কথা।
মৃত মানুষ, শান্ত পোলা কাউছার
একলা রাজুর, হৃদয় পুড়ে ছারখার,
ভালবাসি তোমায়, ওগো আশা
জানেনা কেউ, চুপিসারে ভালবাসা।
দ্যা এক্সট্টিম নীরব, এখন ময়লা মানব
ইভা রহমান নারী রুপী দানব
হিমুর স্পর্শে হোমস্ শার্লক পাগল
ঘোড়ার ডিম, আধা মরা ছাগল।
বাবার বাবা লিমন, নিকৃষ্ট লেখক
ভাঙ্গা প্লেনের পাইলট, কুখ্যাত যুবক
সমীপদর্পনে, সেই আমি, সিকদার
হাসনাইন সাকিব, আর দিপা কর্মকার।
রাসূলের আদর্শে সত্য বালক এমরান
জিনিয়াস ফয়সাল,ভাল ছেলে কামরান,
মহা সাইক্লোনে, মন ভাঙা ঢেউ
এখন ছেলিব্রেটি হতে চায়না কেউ।
©somewhere in net ltd.