![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
নীরব জলে রাজ হংসীর মৃত্য অস্বাভাবিক, একেবারেই অস্বাভাবিক।
তবুও মরে গেছে বিষাক্ত ছোবলে,
বিষাক্ত সর্প না নাকি গুইসাপ দেখার ভুল আছে, দেখার ভুল বললেও ভুল হবে কারন এটা দেখেও না দেখার ভান মাত্র, তবুও মরে গেছে।
জলের নিচে কি ছিল? কুমির না কি বিলাতি মাগুর সেটাও দেখার ভুল,
গুম না খুন সেটাও সন্দেহ, তবে ডুবুরীরা সবই জানে, দেখেও না দেখার ভান মাত্র, তবুও মরে গেছে।
কান্নার দ্বিতীয় রূপ মায়াকান্নাই বলে দেয়, পেট্রোল কে ঢেলে ছিল। তবে কথা হল পানিতে পেট্রোল দিলে আগুন ধরবে কেন? এখানেতো বারুদ ছিল না, রাজ হংসি খুন হয়েছে না কি গুম? তবে জানতে পারেনি কেউ অপরাধ কি ছিল, তবে কি সৌন্দর্যই অপরাধ? কে মেরেছে? সবই জানা তবুও না দেখার ভান, তবও মরে গেছে। রাজ হংসী মরে গেছে।
©somewhere in net ltd.