![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেকে একজন কবি দাবী করি । কারন কবিতা আমার প্রাণের স্পন্দন , তবে গল্প আমার মনের খোরাক ।
সামাজিক জীব যেন ডমেস্টিক হচ্ছে কালের পরিক্রমায়, পাহাড়ের সবুজ থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ছে ,
পুকুরের শেওলায় মাংস পচা গন্ধ ,
দুপুরের রোদে শঙ্খ চিল নেই ,
সুরুজ আত্মহত্যা করেছে , সখিনা বড়ই একা।
রাস্তায় বিরাট বেড়িকেট অযথা হয়রানি,
মুসলমানের সন্তান এটাই অপরাধ ,
মডারেট হিসেব করে লাভ নেই ,
জ্ঞানপাপী বিশাল ডায়নুসর শম্ভু রহমান।
নামের ভিতর সেকুলার ভাব আনতে গিয়ে
সেলুকাস হয়ে মডারেট এবনরমালিটি ডকুমেন্ট তৈরি করে।
অনেক দিন পর তবুও না লেখার ভান করে লেখার মত করে লেখে দিলাম হিসাবের দিন আসবে আসেনি এখনও।
©somewhere in net ltd.