নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

আলমগীর জনি

গল্প বলি

আলমগীর জনি › বিস্তারিত পোস্টঃ

কথা চালাচালি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪



-ঐন্দ্রিলা।
-হুম বলুন।
-তুমি আমার ভালোবাসাকে পাত্তা দিচ্ছ না কেন?
-পাত্তা দিব কেন?
-আমার কথা তোমার বিশ্বাস হয় না?
- বিশ্বাস হলে কি করতে হবে?
-প্রেমে পড়তে হবে।
-আপনার কি ধারণা আপনার কবি টাইপ ভাবে আমি পটে গেছি?
-পটাতে চাই নি।
-কি চেয়েছেন?
-পরিচিত হতে।
-পরিচিত হয়েছেন এবার আর কি?
-পরিচিত মানুষকে হারিয়ে যেতে দিতে নেই।
-হারাতে বলেছি আমি??
-থাকতেও তো বলো নি।
-সব বলতে হবে কেন?
-কারণ মানুষ নিশ্চয়তা চায়।
-কাল যে বাঁচবেন তার নিশ্চয়তা আছে?
-সেজন্যই তো মরার আগে মরতে চাই না।
-মরতে বলল কে?
- বাঁচতে বলেনি কেউ।
-আমি বলছি।
-সত্যি?
-আমি মিথ্যা বলি না।
-আমার সাথে চলো।
-কোথায়?
-যেখানে তোমার সাথে যাওয়া যায়।
-আমি আপনার সাথে কোথাও যাব না।কেন যাব ?
-কারণ আমি তোমাকে ডাকছি ।
-আপনি ডাকলেই আমাকে যেতে হবে ?
-না।তবে সাড়া না দিয়েও যাওয়া যায়।
-আপনার মাথায় যে ভয়াবহ সমস্যা আছে আপনি জানেন?
-অসৎ সঙ্গে সর্বনাশ ।পাগল সঙ্গে সুস্থ নাশ ।
-মানে কি?
-"পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে।"
-চা খাবেন?
-না ।চলো ট্রেনে উঠি।
-আমি কোথাও যাব না।
-না গেলে স্টেশন আসলে কেন ?
-আপনার নাটক দেখতে।
-নাটক দেখা শেষ?
-হুম।আপনি না আরেকটা মেয়ের প্রেমে পড়েছিলেন?
-শুধুই প্রেমেই পড়েছি এরচেয়ে বেশি কিছু না ।
-আপনাকে আমার বিশ্বাস হয় না।
-কেন ?
-আপনি ছ্যাঁচড়ার মত প্রেম প্রেম করছেন কয়দিন ধরে। আপনি নিজেও বুঝতে পারছেন না কি বলছেন।
-বুঝিয়ে বলো।
-সব কিছু বুঝানো যায় না ।
-সব কিছু বুঝা যায় তো?
-যায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: নিরবতা কাম্য।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

তারেক ফাহিম বলেছেন: কথার মাইর প্যাচ :D

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

হাবিব বলেছেন: ভালই লাগলো...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.