নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

আলমগীর জনি

গল্প বলি

আলমগীর জনি › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প সংকলনঃ হৃদ মাঝারে রাখিব

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬



বেশ কিছুদিন যাবত লিখালিখি করছি। বেশিরভাগই ফেসবুক কিংবা ব্লগেই সীমাবদ্ধ।গত বছরের অক্টোবর মাসে একটা সংকলনের জন্য আমার একটা গল্প নির্বাচিত হয়। সংকলনটি আসছে বইমেলায় প্রকাশিত হবে।১৫ জন লেখকের ১৫ টি ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প রয়েছে এই গল্প সংকলনটিতে ।লেখকদের বেশিরভাগই সুপরিচিত এবং অনলাইন জগতে খুব প্রিয় নাম। উনাদের সাথে আমার একটা গল্প প্রকাশিত হবে এটা খুব ভালো লাগার বিষয়।

"হৃদ মাঝারে রাখিব" শিরোনামে সংকলনটি সম্পাদনা করেছেন আদনীন কুয়াশা। বইটি প্রকাশ করছে "পাললিক সৌরভ প্রকাশনী"। প্রচ্ছদ করেছেন আল নোমান।

ইতোমধ্যেই বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে ।বইটি পেতে ফেসবুক পেজে আপনার নাম, ঠিকানা আর ফোন নাম্বার দিন।
পেজের লিংকঃ Click This Link

এছাড়াও বইমেলায় বইটি পাবেন পাললিক সৌরভ প্রকাশনীর ২০৩ নাম্বার স্টলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে, সব সময় উৎসাহ দেয়ার জন্য।

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩২

এম ডি মুসা বলেছেন: ৪০% দিলে ও কিনতে টাপ বেজে যাবে
ক্রেতা কখনো ২০০ টাকার বেশি খরচ করার সংখ্যা কম একটি বইর।
সামনে বই করলে ফর্মা কমিয়ে আনবেন।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৭

আলমগীর জনি বলেছেন: আসলে ১৫ টা গল্প হওয়াতে ফর্মা বেশি হয়ে গেছে। তবে আশা করি পাঠক কিনবেন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৬

এম ডি মুসা বলেছেন: যৌথ বইর হিসেবে আবার আলাদা, যেমন প্রকাশ আগে বলে দুটি গল্প দিবেন ৫/১০ কপি কিনতে হব
বাধ্যতামূলক কেন তে হবে! প্রকাশিনর লাভ হলো সম্পাদকের % থাকল।

৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

আলমগীর জনি বলেছেন: অন্যদের কথা আলাদা কিংবা আমি জানি না।তবে আমাকে এখানে কিছুই বলা হয় নি বাধ্যতামূলক বই কেনার ব্যাপারে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৬

নেওয়াজ আলি বলেছেন: প্রতিবছরের ন্যায় এইবারও বই ক্রয় করার ইচ্ছা আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫১

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.