নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সূর্য থেকে অসম্ভব শক্তিশালী আলোকরশ্মি চাঁদের উপর পড়ে। সে চাঁদ কিছুদিন জোছনা বিলায় আমাদের মাঝে।অমাবস্যায় কেউ চাঁদকে ভুলে যায় না।অপেক্ষা করে জোছনা ফিরে আসার ।সূর্য না হই ,মাঝে মধ্যে জোছনা হতে চাই।অমাবস্যায় হাহাকার হতে চাই মানব মনে।

আলমগীর জনি

গল্প বলি

আলমগীর জনি › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগে আমার ১০০০০ এর মাইলফলক!

২৪ শে মে, ২০২১ বিকাল ৩:৪২


তখন ভার্সিটির শেষ দিকে। ব্যাচেলরের থিসিস নিয়ে ব্যাস্ত ছিলাম।কোন এক ভোর রাতে মাথায় আসে ব্লগিংয়ের (যদিও এর আগে থেকেই ফেসবুকে লিখালিখি করি)। ব্যাস, বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগিং সাইট সামহোয়্যারইন ব্লগে খুলে ফেলি একটা আইডি। আলমগীর জনি, এই নামে। ২০১৮ সালের নভেম্বর মাসের কোন এক তারিখে শুরু আমার ব্লগ জীবনের।

এই পর্যন্ত মোট পোস্ট করি ৫২ টি।যেখানে আমি মন্তব্য পেয়েছি ৪৪৩ টি। আমাকে ব্লগে অনুসরণ করছেন মাত্র ১২ জন মানুষ। কিন্তু এই ১২ জন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

সামহোয়্যারইন ব্লগে আমার কিছু লিখা পাবেন যেগুলো "নির্বাচিত " ক্যাটাগরিতে পাওয়া যাবে। যা আমার কাছে অত্যন্ত সম্মানের।

ওহ আসল কথাই বলা হয় নি। যে কথা বলার জন্য এই লিখা। সামহোয়্যারইন ব্লগে আমার ব্লগটি প্রায় ১০০০০ (দশ হাজার ) বার দেখা হয়েছে! এই সংখ্যাটা খুব অল্প হতে পারে কিন্তু আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। ভালোবেসে আমার লিখা পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি এই সংখ্যা একদিন অনেক বেড়ে যাবে। শুভকামনা জানাবেন।

আমার ব্লগঃ
https://www.somewhereinblog.net/blog/alamgirjony

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২১ বিকাল ৩:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ কামনা

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১৩

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আরও ভালোভালো লেখা প্রকাশ করুণ
শুভকামনা রইল

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১৩

আলমগীর জনি বলেছেন: দোয়া করবেন । আরো ভালো কিছু যাতে লিখতে পারি ।

৩| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১৩

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ

৪| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: আপনার জন্য শুভকামনা এবং অভিনন্দন।

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:২৩

আলমগীর জনি বলেছেন: আপনাকে অসংখ্যা ধন্যবাদ। আপনার নিয়মিত মন্তব্যগুলো সবসময় বিশেষ অনুপ্রেরণা দেয়। আপনি সবসময় ভালো থাকবেন ।

৫| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



ছোটখাট অভিনন্দন।

আপনি জার্মানীর অর্থনীতি, চাষবাস, টেকনোলোজী, প্রবাসী আরব, প্রবাসী বাংগালী, শিক্ষা, নিও-নাৎসীদের নিয়ে লিখুন, আমরা এই শক্তিশালী জাতিকে জানি।

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:২৯

আলমগীর জনি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভবিষ্যতেও আপনার মন্তব্য প্রার্থী।

সত্যি বলতে আমি শুধু গল্প লিখি। আর মাঝেমধ্যে " ডয়েচে ট্যাগবুখ- জার্মান ডায়েরি " শিরোনামে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখি । জার্মানীর অর্থনীতি, চাষবাস, টেকনোলোজী, প্রবাসী আরব, প্রবাসী বাংগালী, শিক্ষা, নিও-নাৎসীদের নিয়ে লিখতে যে পরিমাণ জ্ঞান দরকার তা আমার নেই । যদি কখনো জ্ঞান অর্জন করতে পারি অবশ্যই লিখব। দোয়া রাখবেন ।

৬| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন: আমার ব্লগটি ৪৬৯৫৫ বার দেখা হয়েছে !!! :#) :#)

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৪৭

আলমগীর জনি বলেছেন: আপনি অনেক বড় মাপের ব্লগার । আর আমি শুধুমাত্র গল্প লিখি। নিজেকে লেখক বলতে ইতস্তত করি । আশা করি কোন একদিন আমার শিশু ব্লগটিও আপনার ব্লগের মত বটবৃক্ষ হবে । শুভ কামনা জানাবেন । আপনার জন্য নিরন্তর ভালোবাসা।

৭| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: আমি বড় মাপের ব্লগার হা হা হা হা

ভাই আপনার মুখে ফুল চন্দন না শুধু আস্ত গোলাপের বাগান এসে পরুক !!! সামুর অনেকেই মাইন্ড করবে এটা শুনলে।

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৫৪

আলমগীর জনি বলেছেন: হা হা হা । আমার কাছে আপনি বড় মাপের ব্লগার । অবশ্যই আরো অনেক অনেক বড় ব্লগার আছেন । সবার অনুপ্রেরণা পাওয়ার জন্যই আমার ক্ষুদ্র সাফল্য সবার সাথে শেয়ার করা।

৮| ২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৫১

অপু তানভীর বলেছেন: আপনাকে অভিনন্দন ! এভাবে একদিন দেখবেন দশ লাখ হিট হয়ে গেছে !

২৪ শে মে, ২০২১ বিকাল ৪:৫৮

আলমগীর জনি বলেছেন: আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই সম্ভব । আপনাদের দেখে অনুপ্রাণিত হই। সবার অনুপ্রেরণা পাওয়ার জন্যই আমার ক্ষুদ্র সাফল্য সবার সাথে শেয়ার করা। ভাল থাকবেন আপনি।

৯| ২৪ শে মে, ২০২১ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভেচ্ছা ও শুভ কামনা

২৫ শে মে, ২০২১ রাত ৩:২১

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ

১০| ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৯

আহমেদ জী এস বলেছেন: আলমগীর জনি,




লেখক হারিয়ে যায় হয়তো কিন্তু তেমন কোনও লেখা হারায় না। হারিয়ে না যাওয়ার মতো লেখা লিখুন। আপনার ১০০০০ যেন অচিরেই লাখের ঘর ছাড়িয়ে যায় সে কামনা রইলো।

শুভকামনা আপনার জন্যে।

২৫ শে মে, ২০২১ রাত ৩:২২

আলমগীর জনি বলেছেন: না হারানোর জন্য দোয়া রাখবেন । ধন্যবাদ আপনাকে।

১১| ২৪ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

The heartiest congratulations!
অভিনন্দন!

২৫ শে মে, ২০২১ রাত ৩:২৩

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ২৪ শে মে, ২০২১ রাত ১০:৩৩

শেরজা তপন বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভকামনা!
সাহিত্যের যে শাখায় আপনি বিচরন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই শাখাতেই বিচরন করুন।অন্যের দ্বারা প্রভাবিত না হওয়াই ভাল।
ভাল থাকুন- সামুর সাথে থাকুন!

২৫ শে মে, ২০২১ রাত ৩:২৩

আলমগীর জনি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ২৫ শে মে, ২০২১ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য এবং আপনার মন্তব্যের উত্তর গুলো ভালো লেগেছে।

২৫ শে মে, ২০২১ রাত ৩:২৩

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৫ শে মে, ২০২১ রাত ১২:২২

নেওয়াজ আলি বলেছেন: Congrats

২৫ শে মে, ২০২১ রাত ৩:২৪

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ

১৫| ২৫ শে মে, ২০২১ সকাল ১০:৩৩

পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন! আমার একটা ক্ষুদ্র পর্যবেক্ষণ হলো- শিরোনামটা আকর্ষণীয় না হওয়ায় এই ব্লগে অনেক ভালো লেখা কম পঠিত থেকে যায়। এ বিষয়টাতে যদি মনোযোগ দেন, পাশাপাশি অন্যের পোস্টে মন্তব্য করা এবং নিজের পোস্টের মন্তব্যগুলোর প্রতিমন্তব্য দেয়ার ক্ষেত্রে ইন্টারেকটিভ থাকেন তো দ্রুতই আপনার ব্লগভিউ ৬ ডিজিট ছাড়িয়ে যাবে আশা করি।

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৭

আলমগীর জনি বলেছেন: আপনার পর্যবেক্ষণ সত্য। অনেক ধন্যবাদ আপনাকে।

১৬| ২৫ শে মে, ২০২১ সকাল ১০:৩৪

পদ্মপুকুর বলেছেন: তবে আহমেদ জি এস যেটা বলেছেন, তা প্রণিধানযোগ্য।

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৮

আলমগীর জনি বলেছেন: শুভ কামনা রাখবেন।

১৭| ২৫ শে মে, ২০২১ সকাল ১০:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য।

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৮

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮| ২৫ শে মে, ২০২১ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা।

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৯

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৯| ২৫ শে মে, ২০২১ দুপুর ১:৪৫

তারেক ফাহিম বলেছেন: শুভকামনা আপনাার জন্য।


আমার ব্লগটি ১৯০৯৭ বার দেখা হয়েছে।
আমার মনে হয় অর্ধেকের বেশি বার আমিই দেখলাম। :D

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৯

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ২৫ শে মে, ২০২১ বিকাল ৪:২০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২৭ শে মে, ২০২১ রাত ৩:১৯

আলমগীর জনি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.