![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডেইলি স্টার ক্ষমা চেয়েছে আদালতের কাছে।সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য।তাদের কাছে ক্ষমা চাওয়া,নাকে খত দেওয়া,বার বার তওবা করা,ধর্ম অবমাননা করা,কমিউনিষ্টদের প্রতি পক্ষপাত করা,জোতা পেটা খাওয়া কিছুই না।ক্ষমা চাওয়া ডেইলি স্টারের কাছে রুটিন ওয়ার্ক।তারা ইচ্ছা করে ভুল করে যাতে সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় আর এই সুযোগে তারা ফায়দা তোলতে পারে।দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মইনউদ্দিন ফকরুউদ্দিন মার্কা সরকার ক্ষমতায় আনার কাজ ডেইলি স্টার আগেও করেছে ভবিষতেও করার জন্য ফন্দি আটছে।মইনউদ্দিন ফকরুউদ্দিন মার্কা সরকার আসলে তাদের লাভ কি?।তাদের লাভ হচ্ছে সেই সরকারের বিরোধীতা করে পত্রিকার কাটতি বাড়ানো সহ আরো সুযোগ সুবিধা আদায় করা।
©somewhere in net ltd.