![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপ্রতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপরিবারে নিহত হবার দিন। স্বাধীন বাংলাদেশে এভাবে স্বপরিবারে হত্যাকান্ড ঘটাবার ঘটনা রাষ্ট্রের আইন লংঘনই শুধুই নয় তা চরম অসভ্যতাও বটে।
আমরা জানি, এ দেশের ইতিহাস অনেকাংশেই নিরপেক্ষতার মানদন্ডে মাপা বড়ই কঠিন ও কষ্টকর কাজ...কিন্তু-
ধরি, স্বাধীন বাংলাদেশের আওয়ামী লীগের দলীয় ও সাংগঠনিক এবং রাষ্ট্রীয় কর্মকান্ড পরিচালনায় সফল সমর নায়ক শেখ মজিবুর রহমান ব্যর্থ হয়েছেন...তাই বলে কি তাকে স্বপরিবারে হত্যা করতে হবে?
-কি দোষ ছিল শিশু শেখ রাসেলের? (যার এই হত্যাকান্ডকে পরোক্ষভাবে সমর্থন করেন)
-রাষ্ট্রীয় আইন নিজ হাতে তুলে নেবার অধিকার কারোই নাই, সে আমজনতাই হোক আর সেনাঅফিসারই হোক।
স্বাভাবিকভাবেই শেখ হাছিনার পরিবার আজ দিনটি তার পরিবারের জন্য কষ্টকর, যন্ত্রণাদায়ক ও বেদনাবিদুর দিন এবং আওয়ামী লীগ তার এই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বকে স্মরণ করনে নানা আয়োজনে-
-নিসন্দেহে তাই অপরাপর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কোন কর্মসূচি কিংবা আওয়ামী লীগের কোন কর্মসূচির সাথে একাত্ত্বতা বোধ না ও করতে পারে তাই বলে আনন্দ-উল্লাস করা সমুচিন নয়, দেশের এতো বড় হত্যাকান্ডের দিন অপর রাজনৈতিক দলের সম্মানে অপরাপর দলের উচিত তাদের দলীয় কোন আনন্দ-উল্লাসের কর্মসূচী থাকলেও তা পরিহার করা, এতটুকু সৌজন্য-সোহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। কারণ, একজন মানুষ অন্য মানুষের হাতাহতে ঘটনার দিন আর যাই হোক আনন্দ করতে পারে না।
যু্ক্তির খ্যাতিরে মেনে নিলান, আজ বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার জন্মদিন। কিন্ত জন্মদিন পালনে বিরত থাকলে বেগম খালেদা জিয়ার কি এমন রাজনৈতিক ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হতো। বিএনিপি কি এ কর্মসূচি না পালন করলে ধ্বংস হয়ে যেতো। ববং এ কর্মসূচি না পালন করলে দেশের মানুষ ইতিবাচকভাবেই দেখতো, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেতো।
-আমি আওয়ামী লীগের অনেক নীতি সমর্থন করি না তেমনি বিএনপির কেক কাটা কর্মসূচিটা শুধুই সর্মথনই করি না, ঘৃণাও করি।
২| ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: @সুইচ টর্চার:দিল থেকে বলেন তো,এই ইস্যুতে যারা ১৫ আগস্টে জন্ম নিসে তাদের কথা বলা হয় নাকি শুধুমাত্র যিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার মত গুরুত্বপূর্ণ পদে কখনও ছিলেন,যিনি বিভিন্ন সময় একাধিক তারিখে একাধিক জন্মতারিখ বিভিন্ন জায়গায় লিখে রেখে শেষমেষ ১৫ আগস্টে জন্মদিন পালন শুরু করেন,তার কথা বলা হয়?যদি আবাল হয়ে থাকেন তাহলে আপনার উত্তর সরাসরি পাবেন আর যদি অপ্রাসঙ্গিক দিকে কথা নিয়ে যেতে তৎপর হন হঠাৎ ফাল দিয়া ভাবসাব যেন কিছুই বোঝেন না তাইলে দুইগালে থাপড়ানি ছাড়া আপনার মত ছাগলরে আর কোন জবাব দেবোনা।
৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩
আমার পথ চলা ১ বলেছেন: বঙ্গবন্ধুর মৃত্যুদিনে আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর চেয়ে আওয়ামী লীগের কাছে গুরুত্ব পায় খালেদা জিয়ার জন্মদিন! আওয়ামী লীগ জোর করে সবকিছু আদায় করতে চায়। এটা করতে গিয়ে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলেছে। আজ সারাদিন টিভিতে যা দেখলাম শুধুমাত্র আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন গুলোই শোক দিবস উদযাপন করছে। এটা কার ব্যর্থতা?
আর যে জাসদের গণবাহিনীর প্রত্যক্ষ উষ্কানীতে বঙ্গবন্ধু নিহত হলেন, তারাতো বর্তমানে বঙ্গবন্ধু কন্যার আচলের ছায়াতে বসে মুচকি হাসছে! আওয়ামী পন্থী লেখক সোহরাব সাহেবকে বলছি - সব সময় বিএনপির সমালোচনা না করে পুরোনো ইতিহাসগুলো নিয়ে লেখালিখি করুন।
এই জরিপটা দেখুন - কোনটা দেশবাসীর প্রত্যাশা সেটা জানাই দূ:সাধ্য!
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
সুইট টর্চার বলেছেন: তাহলে বলে দিন যে, এই দিনে বাংলাদেশে কেউ জন্মাতে পারবে না।এখনই সময় বলে দেওয়ার আপনারা একবার বলে দিলে কারো সাধ্য কি আছে এই দিনে জন্মানোর?