![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু সাইদ সাহেবের একখন্ড জমি আছে ধানমন্ডি এলাকায়। তিনি এই জমিটি ২০০৩ সালে রেজওয়ানা রহমান সাহেবের নিকট থেকে ক্রয় করেছিলেন। বর্তমানে এই জমিতে তার শান্তিপুর্ন ভোগদখল আছে ও তার মালিকানার দলিলও আছে। তিনি আইনানুগ সকল পদ্ধতি বা নিয়ম অনুসরন করেই এই জমিটি ক্রয় করেছিলেন এবং বর্তমানে তিনি জমিটির সকল ট্যাক্স ও খাজনা পরিশোধ করছেন। একই এলাকার মামুনুর রহমান সাহেবের সাথে তার অনেকদিন থেকেই ব্যাক্তিগত কোন্দল ছিল। মামুনুর রহমান সাহেব একজন বদ প্রকৃতির লোক এবং কারো ভাল তিনি সহ্য করতে পারেন না। কিছুদিন আগে মামুনুর রহমান সাহেব অনুরুপ একটি দলিল দেখিয়ে দাবি করেন যে জমিটি তার। এখানে মামুনুর রহমান সাহেবের দলিলটি একটি জাল দলিল। তিনি শত্রুতাবসত আবু সাইদ সাহেবকে বিপদে ফেলার জন্য এই জাল দলিল তৈরি করেন। এখন আবু সাইদ সাহেব কিভাবে বর্তমান সমস্যার প্রতিকার পেতে পারেন।
আবু সাইদ সাহেব এখানে দুই ভাবে প্রতিকার পেতে পারেন-
দেওয়ানী মামলার মাধ্যমে,
ফৌজদারী মামলার মাধ্যমে।
বিস্তারিত
Click This Link
©somewhere in net ltd.