![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে গেছে আমার সকল আশা,,,,,এখন নিরুপায় মানুষ,,,,কাউকে আর বিশ্বাস করি না,,,,
একদিন এক কৃষকের
গাধা একটা গর্তে পড়ে গেল।
প্রানীটি কয়েক ঘণ্টা ধরে চিৎকার
করতে লাগল এবং তাঁর মালিকও
চিন্তা করল তাকে কি করা যায়।
অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন
গাধাটির অনেক বয়স হয়েছে, তাই
এটা মোটেই খারাপ
হবে না যদি তাকে মাটি দিয়ে সম্পূর্ণ
ঢেকে মেরে ফেলা হয়।
তিনি তার প্রতিবেশীদের আমন্ত্রণ
জানালো তাকে সাহায্য করার জন্য।
তারা সবাই একটি করে বেলচা নিল
এবং ওই
গর্তে মাটি ফেলতে লাগলো।
প্রথমে গাধাটি বুঝল
যে তাকে ভয়ঙ্করভাবে মেরে ফেলা হচ্ছে গাধাটি আরও
বেশী চিৎকার করতে লাগলো।
গর্তে কিছু মাটি ফেলার পর, কৃষক শেষ
বারের মতো গর্তের দিকে দেখল,
তিনি বিস্মিত হয়ে গেল
গর্তে যা দেখল। গর্তে যত বার
বেলচা থেকে মাটি পরতে লাগলো,
গাধাটা তা দেহ
থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ
মাটির
উপর তার পা গুলো রাখতে লাগলো।
কৃষকের প্রতিবেশীরা অবিরাম
ভাবে বেলচা দিয়ে মাটি ফেলতে লাগলো এবং প্রানীটি একইভাবে তার
দেহ থেকে মাটি গুলো ঝেড়ে সে ঐ
মাটির উপর তার
পা গুলো রাখতে লাগলো। একসময়
দেখা গেল গাধাটা ঠিক গর্তের
উপরে উঠে আসল এবং তার
জীবনটা ফিরে পেল।
শিক্ষাঃ এই গাধাটার মতই
প্রতিনিয়ত
ময়লা এসে আমাদের জীবনে পরছে।
জীবনকে যদি সুন্দর করতে চান ঐ
ময়লা গুলো জীবন
থেকে ঝেড়ে ফেলে উপরের
দিকে যান।
জীবনের প্রতিটি সমস্যা এক
একটি মাটি ভরা বেলচার মতো,
আমরা সমস্যার
চাপে হারিয়ে যেতে পারি যদি না সেগুলো ঠেলে তার
উপর দাঁড়াতে না পারি।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।শুভ কামনা চিরন্তর ।
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৬
ব্লগার রিফাত বলেছেন: sobai pase takon
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
বিপ্লব৫৫ বলেছেন: শিক্ষামূলক পোষ্ট। ধন্যবাদ
৫| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
সরদার হারুন বলেছেন: আপনার উপদেশ মনে থাকবে। তবে লোক গুলো সবকিছু দেখেও
বার বার মাটি ফেলে প্রমান করলো যে লোক গুলো গাধার চেয়েও গাধা।
তাই না ?
৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০
নীল জোসনা বলেছেন: অনুপ্রেরনা দেবার মতো কথা ।
ভালো লেগেছে .......।
৭| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
হেডস্যার বলেছেন: নিজেরে গাধা মনে হইতেছে
৮| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
ব্লগার রিফাত বলেছেন: হা সবাই নিজেকে বদলে ফেলুন
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৭
আলম দীপ্র বলেছেন: ভালো লিখেছেন ।