নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে দিন সমাজ

সমাজের আর দশ জনের মতো আমি নই আমি একটু অন্য রকম কাউকে পরোয়া করি না নিজে যেটা ভাল মনে করি সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাকি সব কিছুই বৃথা আমি কাউকে ভয় করি না শুধু আল্লাহকে ছাড়া.....fb.me/itzzrifat

ব্‌লগার রিফাত

হারিয়ে গেছে আমার সকল আশা,,,,,এখন নিরুপায় মানুষ,,,,কাউকে আর বিশ্বাস করি না,,,,

ব্‌লগার রিফাত › বিস্তারিত পোস্টঃ

কেউ মাইন্ট করবেননা

১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৫

হাসিনা আন্টি...

আপনার বাবা কে সেই ছোট

বেলা থেকে অনেক অনেক

শ্রদ্ধা করি।

আজ এই শোকের

দিনে শ্রদ্ধা ভরে স্বরণও

করছি।

কিন্তু শব্দ দূষন

করে সারা বাংলায় মাইক

বাজালে কি ওনার আত্মার

মাগফিরাত কামনা করা হবে?

এহেন উচ্চ আওয়াজে বহু

লোক কষ্ট

পাচ্ছে এবং তাদের মন থেকেই

এক প্রকার বদ দোআ আপনার

বাবার জন্য বরাদ্দ হচ্ছে..

এতে কি তার কল্যাণ

হচ্ছে বলে আপনার মনে হয়?

আপনার ইসলাম

ধর্মানুসারী অপরদিকে গান

বাজনা ইসলাম সমর্থন

করে না যদিও ১৫ই আগস্ট

এলে তা অবিরাম বাজতেই

থাকে।

আর সওয়াবের

বদলে বঙ্গবন্ধুরর আমল

নামায় গোনাহ

লেখা হতে থাকে।

শোকের দিনটা নীরবতার

সাথে শোকাবহ ভাবেই পালন

করতে চেষ্টা করলে ভালো হয়

না..?

মাইক

বাজিয়ে হৈ চৈ করে লোকজনের

ঘুম নষ্ট না করলেও তো হয়।

নাকি?

আমাদের বেগম

খালেদা জিয়া দাবি করেন

আজ তারও জন্মদিন

সত্য মিথ্যা নৌকা আর

ধানের শীষের ব্যাপার।

কিন্তু কথা হচ্ছে, লীগের

ভাইদের শোক উদযাপন

দেখলে মনে হয়

তারা খালেদা জিয়ার

জন্মদিনই পালন করছেন

বঙ্গবন্ধুর শোক না।

শোক কে শোকাবহ

আবহাওয়াতেই পালন

করতে হয়.. হৈ চৈ করে না।

আপনাদের এই চলমান

কর্মকান্ডে পরিবর্তন আনার

দাবি জানিয়ে শেষ করছি।

জয় বাংলা।

জয় হোক সুবুদ্ধির।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.