নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে দিন সমাজ

সমাজের আর দশ জনের মতো আমি নই আমি একটু অন্য রকম কাউকে পরোয়া করি না নিজে যেটা ভাল মনে করি সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাকি সব কিছুই বৃথা আমি কাউকে ভয় করি না শুধু আল্লাহকে ছাড়া.....fb.me/itzzrifat

ব্‌লগার রিফাত

হারিয়ে গেছে আমার সকল আশা,,,,,এখন নিরুপায় মানুষ,,,,কাউকে আর বিশ্বাস করি না,,,,

ব্‌লগার রিফাত › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের সকলের প্রতি অনুরোধ সবাই মাস্ট পড়েন প্লিজ.......

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০

বিশ্বে প্রতিবছর

থার্টি ফার্স্ট নাইট ও

ভালোবাসা দিবসে অগণি

মেয়ে নিজের সতীত্ব

প্রেমিকের কাছে বেশ

বুঝে শুনে সপে দেয়।

অতঃপর পরদিন থেকে তার

প্রেমিক

তাকে এড়িয়ে চলে। কারণ

তাকে যা করার

করে নিয়েছে। তাই অন্য

মেয়ের পেছনে ছুটতে শুরু

করে।

ফলে সতীত্বহারা মেয়েটি

অন্য

কোনো পুরুষকে বিয়ে করতে

বাসর রাতে স্বামী যখন

বুঝতে পারে এ

মেয়ে অনেক আগেই সতীত্ব

হারিয়েছে, তখন তাদের

সদ্য সুখের সংসারে দাউ

দাউ করে জ্বলে

উঠে দুঃখের আগুন। শুরু

হয়ে যায় অত্যাচার

কিংবা ছাড়াছাড়ি।

তাই

মেয়েরা ভাবিয়া করিও

কাজ,করিয়া ভাবিওনা।

প্রেম

প্রয়োজনে ভেঙ্গে যাক।

তারপরও সতী হয়ে

থেকো। সেটাই তোমার

জীবনের সবচেয়ে বড় সম্পদ.......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

রাত জাগা তারা বলেছেন: আপনার সতীদের প্রতি বুকফাঁটা মায়া দেখে ভাল লাগল। নিজের সতিত্ব বজায় রাখলে তো আর অন্য মেয়েদের নিয়ে প্রেমময় কাব্যগাথা লিখতে হয় না। নিজের চরিত্র ঠিক রাখুন। আর না জেনে অন্য কাউকে জ্ঞান দিতে আসবেন না।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৫

আমায় ডেকো না বলেছেন: সুন্দর পোষ্ট। পোস্টে প্লাস। এই ধরনের পোস্টে অনেকের বিশেষ জায়গায় চুলকানী শুরু হয়ে যায়।চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.