নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে দিন সমাজ

সমাজের আর দশ জনের মতো আমি নই আমি একটু অন্য রকম কাউকে পরোয়া করি না নিজে যেটা ভাল মনে করি সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাকি সব কিছুই বৃথা আমি কাউকে ভয় করি না শুধু আল্লাহকে ছাড়া.....fb.me/itzzrifat

ব্‌লগার রিফাত

হারিয়ে গেছে আমার সকল আশা,,,,,এখন নিরুপায় মানুষ,,,,কাউকে আর বিশ্বাস করি না,,,,

ব্‌লগার রিফাত › বিস্তারিত পোস্টঃ

আরতো সয্য হয় না.....

০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৮

কোথায় ছাত্রসেনা??
কোথায় মাজার পুজারীরা??
কোথায় আল-ইসলাহ??
কোথায় তালামিয?? কোথায়
আহলে সুন্নাত ওয়াল জামাত??
আপনারা কি এখনো মিলাদ নিয়ে ব্যাস্ত??
আপনারা কি এখনো নবী মাটির
তৈরী না নূরের
তৈরী এটা নিয়ে বিতর্কে ব্যাস্ত??
আপনারা কি এখনো মসজিদে ঘুমানো হালাল
না হারাম এটা নিয়ে বিতর্কে ব্যাস্ত??
আপনারা কি এখনো মওদুদীবাদকে পরাজিত
করে কাফের
ফতোয়া দিতে ব্যাস্ত??
ধিক্কার জানাই আপনাদের মত
স্বার্থবাদী আলেমদের। আপনারা ছিলেন এদেশের
আপামর মুসলিম জনতার
আধ্যাত্মীক রাহবার।
মনের গহীন থেকে আপনাদের
আমরা শ্রদ্ধা করতাম।
কিন্তু আজ ঘৃণা হয়, কষ্ট হয় আপনাদের
স্বার্থবাদীতা দেখে।
আপনাদের মত
আলেমরা একত্রিত
হয়ে আন্দোলনের ডাক দিন।
দেখবেন লক্ষ লক্ষ জনতা বুকের তাজা রক্ত
ঢেলে দিতে রাজপথে নেমে আসবে।
আমি আল্লাহর নামের শপথ
করে বলছি আপনাদের বর্তমান
ভূমিকার জন্য
আপনারা কিয়ামতের কঠিন ময়দানে জবাবদীহি করতে হবে।
ভাবতে বড়ই অবাক লাগে, বড়ই
কষ্ট লাগে,
যে ছাত্রসেনা তাদের
এক মাজার পূজারী নূরুল
ইসলাম ফারুকীর জন্য রাজপথে নেমেছিল। সেই
ছাত্রসেনা আজ কোথায়?? আজ
ইসলামের উপর এত বড়
আঘাত এসেছে অতচ এই
নামধারী সুন্নী নামের
নাস্তিকদের পা চাটা দালালগুলো নিরবে বসে আছে।
এরাইতো প্রকৃত ধর্ম
ব্যাবসায়ী!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.