নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল ক্রমশ আল-কা!য়েদা শাখা জামা\'আত নুসরাতুল ইসলাম ওয়াল মু*সলিমি*নের (জেএনআইএম)

৩১ শে মে, ২০২৫ রাত ১০:৫৫

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চল ক্রমশ আল-কা!য়েদা শাখা জামা'আত নুসরাতুল ইসলাম ওয়াল মু*সলিমি*নের (জেএনআইএম) কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে, যা তা!লি*বান মু!জাহি*দিন কর্তৃক আফগানিস্তান বিজয়ের পূর্বেকার সামরিক কর্যক্রমের চিত্রগুলো মনে করিয়ে দিচ্ছে।
আফগানিস্তানের পরিস্থিতি সাহেল অঞ্চলে পুনরাবৃত্তি হতে পারে কিনা তা মূল্যায়ন করার জন্য, জেএ*নআ*ইএম-কে আফগান মু!জা*হিদদের সাথে তুলনা করা যেতে পারে। কেননা দুটি মু!জা*হিদ দলই ইসলামি ভূমির প্রতিরক্ষা ও শরি*য়াহ্ প্রতিষ্ঠার উপর ভিত্তি করে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় গোষ্ঠীগুলোকে নিজেদের সাথে একীভূত করার কৌশল অবলম্বন করছে।
তা!লি*বান তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমর্থন প্রসারিত করার লক্ষ্যে যু*দ্ধরত বিভিন্ন গ্রুপগুলোকে নিজেদের সাথে একীভূত করে, যার মাধ্যমে ৯০ দশকের শেষের দিকে আফগান গৃহযু*দ্ধে তালি*বান নিজেকে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করে। একইভাবে, ২০১৭ সালে আল-কা!য়ে*দা সাহেল অঞ্চলে যু*দ্ধরত বেশ কয়েকটি জি*হা*দি গোষ্ঠীর একীভূতকরণের মাধ্যমে এই অঞ্চলে 'জেএ*নআ*ইএম' গঠন করে, যার আরবি নাম জামা*আত নুসরা*তুল ইসলাম ওয়াল মুস*লিমিন। আ*নসার আদ-দ্বীন, আল-মুরাবিতুন, কাতিবা হানিফা ও আন*সার আল-ইস*লাম হচ্ছে একীভূত হওয়া উক্ত দলগুলোর মধ্যে অন্যতম।
আল-কা!য়ে*দা প্রথম দিকে এই অঞ্চলের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বিভিন্ন ভাবে সামরিক ও আর্থিক সহায়তার পাশাপাশি পরামর্শ দিয়ে সহযোগিতা করে। এরপর স্থানীয় সম্প্রদায়, জাতিগত গোষ্ঠী এবং উপদলের সাথে জোট তৈরি করে। এমনকি তুয়ারেগ (আজওয়াদ) বিদ্রো*হীদের কিছু অংশের সাথে মিত্রতা তৈরি করে। ফলে সময়ে সময়ে তুয়ারেগের অনেক নেতাকেই 'জেএনআ*ইএম' এর সাথে যোগ দিতে দেখা গেছে। এই সহযোগিতা ও জোট গঠনের মাধ্যমে আল-কা!য়ে*দা পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সরকার এবং বিদেশী দখলদার শক্তির বিরুদ্ধে তার প্রচেষ্টাকে জোরদার করেছে। আর স্থানীয় সম্প্রদায়গুলোর সহায়তায় সাহেলের শাসনের ফাঁকগুলিকে কাজে লাগিয়ে আল-কা!য়ে*দা মালি, বুরকিনা ফাসো এবং নাইজারে তার প্রভাব বিস্তার করে চলছে। সেই সাথে প্রতিবেশি আরও ৫টি দেশে কার্যক্রম সম্প্রসারণের কৌশল অবলম্বন করছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.