![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যের মোকোকোরি জেলার উপকন্ঠে কয়েকদিন ধরেই মোগাদিশু বাহিনী ও হারা!কাতুশ শাবাবের মাঝে তীব্র যুদ্ধ চলছে। এই যুদ্ধে হা!রাকা@তুশ শা!বা@ব হাত থেকে বাঁচতে ৯ জুন (সোমবার), একটি এলাকা ছেড়ে পালিয়েছে মোগাদিশু বাহিনী।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হা!রাকা@তুশ শা!বা@ব মু!জাহি@দিন*রা ৯ জুন (সোমবার), পূর্ব হিরান রাজ্যের মোকোকোরি জেলার উপকন্ঠে একাধিক স্থানে মোগাদিশু বাহিনীর উপর ভারী আক্রমণ চালিয়েছেন। এমনিভাবে শহরের উপকণ্ঠে মুরোরি এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর একটি সামরিক ব্যারাকেও তীব্র আক্রমণ চালান মু!জাহি@দিন*রা।
মু!জাহি@দদে*র পরিকল্পিত এই অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৮ সৈন্য নিহত এবং আরও ১২ এরও বেশি সৈন্য আহত হয়। অন্য শত্রু সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ব্যারাক ছেড়ে পালিয়ে যায়, যাদেরকে মু!জাহি@দিন*রা এলাকার শেষ সীমান্ত পর্যন্ত ধাওয়া করেন। শত্রু বাহিনীর এই পলায়নের পর মু!জাহি@দিন*রা মুরোরি এলাকা ও এখানকার শত্রু সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নেন।
©somewhere in net ltd.