![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমালিয়ার কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় মোগাদিশু বাহিনীর ২ অফিসার সহ অন্তত ১৯ সৈন্য হতাহত হয়েছে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম শা/হাদাহ এজেন্সির তথ্যমতে, সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যে সক্রিয় আশ-শা/বাব মু*জাহি/দিনরা কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি সফল বোমা হামলা চালিয়েছেন। গত ২৮ জুলাই সোমবার, শহরের উপকণ্ঠে বার-সাঙ্গুনি এলাকায় টহলরত শত্রু মিলিশিয়া সৈন্যদের একটি কনভয় লক্ষ্য করে উক্ত হামলাটি চালানো হয়েছে।
মু*জাহি/দদের পরিকল্পিত এই বোমা বিস্ফোরণে মোগাদিশু বাহিনীর ২ অফিসার সহ ১১ শত্রু সৈন্য নিহত হয়েছে। এসময় বিস্ফোরণে আরও ৮ শত্রু সৈন্য আহত হয়েছে, এছাড়াও শত্রু বাহিনীর একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্য একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
©somewhere in net ltd.