![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল-কায়েদা সংশ্লিষ্ট 'জেএনআইএম' মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যে একইদিনে দুটি শত্রু সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা যায়। এসময় মু*জাহি/দদের হামলায় বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়ার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রবিবার ভোরে, মু*জাহি/দিনরা বুরকিনা ফাসোর কিয়া রাজ্যের পিবাওরি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। ফলে ঘটনাস্থলে জান্তা বাহিনী ও মু*জাহি/দদের মধ্যে একটি সংক্ষিপ্ত লড়াই শুরু হয়। এসময় মু*জাহি/দদের তীব্র আক্রমণে অন্তত ৩ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা ভয়ে সামরিক অবস্থান ছেড়ে পালাতে শুরু করে।
মু*জাহি/দিনরা পলায়নপর শত্রুর এই দলটিকে পিবাওরি এলাকার শেষ সীমন্ত পর্যন্ত তাড়া করেন। শত্রু বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও পলায়নের পর মু*জাহি/দিনরা সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে পিবাওরি এলাকার কেন্দ্রস্থল ও গোলচত্বর থেকে জান্তা সমর্থিত সরকারি পতাকা নামিয়ে ফেলেন।
একই দিন সন্ধ্যায়, রাজ্যটির ফনসা গ্রামে জান্তা বাহিনীর আরও একটি সামরিক অবস্থানে আক্রমণ চালান মু*জাহি/দিনরা। এতে আরও কতক জান্তা সদস্য হতাহত হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। জান্তা বাহিনীর এই পলায়নের পর মু*জাহি/দিনরা সামরিক অবস্থানটির নিয়ন্ত্রণ নেন।
উভয় এলাকায় অভিযান শেষে মু*জাহি/দিনরা শত্রু অবস্থান থেকে বেশ কিছু অস্ত্র এবং অসংখ্য সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন। এসবের মধ্যে রয়েছে ৪টি রাইফেল, ১টি আরপিজি, ৭টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল, ২টি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরণের অন্যান্য অস্ত্র সহ অসংখ্য গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম।
©somewhere in net ltd.