![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন 'জেএনআইএম' মুজাহিদিনরা।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২৮ জুলাই সোমবার সকালে, জেএনআইএম মু*জাহি/দিনরা নাইজারের টিলাবেরি রাজ্যে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। দেশটির রাজধানী নিয়ামি থেকে মাত্র ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত নামারো গ্রামে হামলাটি চালানো হয়। এই অভিযানে অংশগ্রহণকারী মু*জাহি/দিনরা মোটরসাইকেলে চড়ে মাঝারি ও হালকা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীতে হতাহতের ঘটনা ঘটতে থাকলে অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়।
শত্রু সৈন্যদের এই পলায়নের পর মু*জাহি/দিনরা সংক্ষিপ্তভাবে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। এসময় মু*জাহি/দিনরা ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
©somewhere in net ltd.