![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সম্প্রতি ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট 'জেএনআইএম' মুজাহিদিনরা। অভিযানগুলোর ২টি চালানো হয় ফাদাঙ্গুরমা রাজ্যে ২টি সামরিক পোস্ট এবং টেনকোডোগো রাজ্যে ১টি সামরিক পোস্ট লক্ষ্য করে।
আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়া গত ২৪ আগস্ট, ২টি পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মু*জাহি/দিনরা সম্প্রতি বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা এবং টেনকোডোগো রাজ্যে ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।
বিবৃতি অনুযায়ী, মু*জাহি/দিনরা প্রথম অভিযানটি পরিচালনা করেন গত ২১ আগস্ট বৃহস্পতিবার। এই অভিযানটি ফাদাঙ্গুরমা রাজ্যের কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে জান্তা বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়। এতে কমপক্ষে এক বুরকিনান জান্তা নিহত হয়। এসময় মু*জাহি/দিনরা ১টি পিকা এবং ১টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল গনিমত হিসাবে জব্দ করেন।
এদিকে গত শুক্রবার, মু*জাহি/দিনরা টেনকোডোগো রাজ্যের বেটো গ্রামে জান্তা বাহিনীর আরও একটি সামরিক পোস্টে আক্রমণ চালান। ফলশ্রুতিতে বুরকিনান ৪ জান্তা সদস্য নিহত এবং অন্য ১ সদস্য মু*জাহি/দদের হাতে আটক হয়। এই অভিযান শেষে মু*জাহি/দিনরা শত্রু সামরিক পোস্ট থেকে ৭টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ৩টি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
এমনিভাবে গত ২৪ আগস্ট রবিবার, মু*জাহি/দিনরা ফাদাঙ্গুরমা রাজ্যের তেব্রাবুব শহরে জান্তা বাহিনীর একটি সামরিক পোস্টে হামলা চালান। এতে ৩ জান্তা সদস্য নিহত হয়। এসময় মু*জাহি/দিনরা সামরিক পোস্ট থেকে গনিমত হিসাবে অর্জন করেন ১টি সামরিক যান, ১টি ডিএসএইচকে, ১টি পিকা, ৩টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ৬টি মোটরসাইকেল, ২টি ডিজেআই ড্রোন এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৭
সুলাইমান হোসেন বলেছেন: ভালো খবর