নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা\'আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৪৭

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা'আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), সম্প্রতি দলটির মুজাহিদিনরা মালির ৫টি রাজ্যে শত্রু সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্তত ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত ১৫টি বিবৃতি ও ৭টি ইমেজ থেকে জানা যায়, 'জেএনআইএম' মু*জাহি/দিনরা গত ১লা সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মালির ৫টি রাজ্যে অন্তত ১৫টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানগুলোর মধ্যে ৫টি চালানো হয় সেগো রাজ্যে, ৪টি মোপ্তি রাজ্যে, ৩টি কোলিকোরো রাজ্যে, ২টি সিকাসো রাজ্যে এবং ১টি কুতিয়ালা রাজ্যে। মু*জাহি/দদের সফল এসকল অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় শত্রু বাহিনীর ৫টি সাঁজোয়া যান, ২টি কনভয়, ৪টি সামরিক পোস্ট, ১টি ঘাঁটি এবং সামরিক ৩টি টহলদল। জান্তার পাশাপাশি রাশিয়ার ভাড়াটে সৈন্যরাও মু*জাহি/দদের হামলার শিকার হয়।
বীরত্বপূর্ণ এসকল অভিযানের মাধ্যমে মু*জাহি/দিনরা বিজয় করতে সক্ষম হন ৩টি সামরিক চেকপোস্ট ও ২টি সামরিক ঘাঁটি। আর গনিমত হিসাবে অর্জন করেন ২টি সাঁজোয়া যান, ১টি মোটরসাইকেল, ৪টি পিকা, ১৪টি ক্লাশিনকোভ, ১টি ভারী অস্ত্র, ১টি আরপিজি এবং ২টি বন্দুক সহ অন্যান্য অসংখ্য সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।
এছাড়াও মু*জাহি/দিনরা শত্রু বাহিনীর ৭টি সাঁজোয়া যান এবং ২৪টি মোটরসাইকেল ধ্বংস করতে সক্ষম হন। এসময় মু*জাহি/দদের ২টি অভিযানে ৭ শত্রু সেনাও নিহত হয়। মু*জাহি/দদের অন্য ১৩টি অভিযানেও অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.