নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Al Firdaws

Al Firdaws

সত্যবাদিতায় আপোষহীন

Al Firdaws › বিস্তারিত পোস্টঃ

মালিতে জান্তা বাহিনীর জন্য আসা সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করতে তীব্র আক্রমণ চালাতে শুরু করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা\'আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা

১৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০৩

মালিতে জান্তা বাহিনীর জন্য আসা সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করতে তীব্র আক্রমণ চালাতে শুরু করেছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা'আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। এই লক্ষ্য মু*জাহি/দিনরা গত ১০ সেপ্টেম্বর থেকেই প্রতিবেশি ৪টি দেশ থেকে আসা সমস্ত সরবরাহ কনভয়ে অতর্কিত আক্রমণ চালাতে শুরু করেছেন।
আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা যায়, 'জেএনআইএম' মু*জাহি/দিনরা রাজধানী বামাকোকে অবরুদ্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছেন। এই লক্ষ্যে মু*জাহি/দিনরা প্রতিবেশি দেশগুলোর সাথে যুক্ত মালির সমস্ত করিডোর বন্ধ করে দিচ্ছেন এবং প্রধান সড়কগুলো অবরোধ করছেন। একইভাবে দেশের অন্যান্য অঞ্চল থেকে রাজধানীর দিকে আসা সমস্ত সরবরাহ কনভয় আটকে দিচ্ছেন। এছাড়াও রাজধানীর উপকন্ঠের গুরুত্বপূর্ণ শহর অবরোধের পাশাপাশি উপশহরগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছেন। এক্ষেত্রে মু*জাহি/দিনরা শহরে বড় ধরনের সামরিক অপারেশন পরিচালনার পরিবর্তে, স্থানীয় প্রবীণদের সাথে দীর্ঘ আলোচনার পথকে বেঁচে নিয়েছেন। ফলে অনেক এলাকাতে কোনো যু/দ্ধ ছাড়াই প্রবীণদের মধ্যস্থতায় স্থানীয়রা মু*জাহি/দদের সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন এবং শহরের নিয়ন্ত্রণ মুজাহিদদের হাতে হস্তান্তর করছেন।
এই ধারাবাহিকতায় 'জেএনআইএম' মু*জাহি/দিনরা গত ১৪ সেপ্টেম্বর রবিবার, রাজধানী বামাকোর উপকন্ঠে কায়েস রাজ্যের লাগামানি এবং কায়ারা শহরের মধ্যবর্তী সড়কে একটি অতর্কিত আক্রমণ চালান। মালির জান্তা বাহিনীর নিরাপত্তায় থাকা ১৩০টি যানবাহন নিয়ে গঠিত একটি সরবরাহ কনভয় লক্ষ্য করে মু*জাহি/দিনরা উক্ত অভিযানটি পরিচালনা করেন। এসময় জান্তা বাহিনী মু*জাহি/দদের হামলা প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং পরে জীবন বাঁচাতে সরবরাহ কনভয় ছেড়ে পালিয়ে যায়। ততক্ষণে মুজাহিদদের তীব্র আক্রমণে কয়েক ডজন শত্রু সৈন্য নিহত হয়।
জেএনআইএম-এর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স উল্লেখ করেছে যে, মু*জাহি/দদের এই অভিযানে জান্তা বাহিনীর অন্তত ৮০টি জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস হয়েছে।
এমনিভাবে গত ১৫ সেপ্টেম্বর সোমবার, মু*জাহি/দিনরা জান্তা বাহিনীর আরো একটি কনভয়ে অতর্কিত আক্রমণ চালান। মালির সেগু রাজ্যের সেরবালা এবং মেরকালা শহরের সংযোগকারী সড়কে একটি বৃহৎ পরিসরের এই সামরিক অপারেশনটি চালানো হয়। কনভয়টিতে মু*জাহি/দদের অতর্কিত এই আক্রমণে অন্তত ৩০টি জ্বালানি ট্যাঙ্কার ও যানবাহন ধ্বংস হয়ে যায়। সেই সাথে বহু সংখ্যক জান্তা সদস্য হতাহত হয়। এসময় কনভয়কে এসকর্ট করা মালির অন্য সৈন্যরা জীবন বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই দুটি অভিযান শেষেই 'জেএনআইএম' মু*জাহি/দিনরা সামরিক সরঞ্জাম বোঝাই বেশ কিছু যানবাহন ও জ্বালানি ট্যাঙ্কারের পাশাপাশি বহু সংখ্যক অস্ত্র গনিমত হিসাবে অর্জন করেন। এসবের মধ্যে রয়েছে বেকা অস্ত্র, ক্লাশিনকোভ, আরপিজি, দুশকা মেশিনগান এবং বহু গোলাবারুদ বাক্স।
রাজধানী বামাকো ঘিরে জেএনআইএম মু*জাহি/দদের চলমান অভিযান ও গত দুই সপ্তাহের অবরোধের একটি মানচিত্রে দেখা যায়, মু*জাহি/দিনরা মৌরতানিয়া, সেনেগাল, আইভরি কোস্ট এবং গিনি থেকে আসা কয়েক ডজন কনভয়ে আক্রমণ চালিয়েছেন। এতে জান্তা বাহিনীর শত শত জ্বালানি ট্যাঙ্কার ও যানবাহন ধ্বংস করা হয়েছে। 'জেএনআইএম' মু*জাহি/দদের এই পদক্ষেপের ফলে মালির প্রধান সড়কগুলো কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এবং রাজধানী বামাকোতে যাওয়ার সরবরাহ লাইনগুলো শ্বাসরোধ করে ফেলা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.