![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনরা পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ২ অক্টোবর (বৃহস্পতিবার), এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
আইএমপির মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার সারদি খেল এলাকায় উক্ত অভিযানটি চালানো হয়। এই অভিযানে শত্রু বাহিনীর একটি কনভয়ের ওপর হামলা চালিয়েছে ইত্তেহাদুল মু*জাহি/দিন পাকিস্তান (আইএমপি) এর জানবাজ মুজাহিদরা।
মু*জাহি/দদের দুর্দান্ত আক্রমণে পাঁচজন শত্রু সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে। একই সময়ে মু*জাহি/দিনরা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত দুটি নজরদারি ড্রোনও ভূপাতিত করেছেন।
এদিকে ১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ তেহসিলের তাবি তোল খেল এলাকায় শত্রু সেনা অবস্থানের ওপর হামলা চালিয়েছে ইত্তেহাদুল মু*জাহি/দিন পাকিস্তান (আইএমপি) এর মু*জাহি/দিরা। আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ জানান, এ হামলায় মু*জাহি/দিনরা হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে শত্রু সেনাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এ হামলায় শত্রু বাহিনীর মধ্যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইএমপি।
উল্লেখ্য যে, ইত্তেহাদুল মু*জাহি/দিন পাকিস্তান (আইএমপি) এর মু*জাহি/দিনরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তাদের হামলার পরিমাণ বাড়িয়েছেন। এবং পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে নিয়মিত আক্রমণ পরিচালনা করে শত্রু বাহিনীকে বিপর্যস্ত করে তুলছেন।
©somewhere in net ltd.